ETV Bharat / state

পুলিশ সুপার ওড়াচ্ছেন ড্রোন ক্যামেরা, অথচ বাজার যেন মেলা

author img

By

Published : May 9, 2020, 8:32 PM IST

স্থানীয়দের অভিযোগ, দিনে একবার বা দু'বার পুলিশের গাড়ি ঘুরে যায় ঠিকই কিন্তু পুলিশকর্মীরা গাড়ি থেকেই নামেন না । ফলে হাবড়া শহরের অদূরে ছোটো বাজারগুলো যেন মেলায় পরিণত হয়েছে ।

পুলিশ সুপার ওড়াচ্ছেন ড্রোন ক্যামেরা, অথচ বাজার যেন বারুনী মেলা
পুলিশ সুপার ওড়াচ্ছেন ড্রোন ক্যামেরা, অথচ বাজার যেন বারুনী মেলা

হাবড়া, 9 মে: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবেচনায় উত্তর 24 পরগনা জেলা কোরোনা রেড জ়োন হিসেবে ঘোষিত । শেষ কয়েক দিনে জেলার অশোকনগরে পরপর কোরোনা রোগীর সন্ধান মিলেছে । যমজ শহর হাবড়াতেও ছড়িয়ে পড়েছে সংক্রমণ । লকডাউন মানা হচ্ছে কি না তার নজরদারি করতে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রায়ই ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন বারাসতে । হাবড়াও দেখেছে ড্রোন ক্যামেরার কেরামতি । অথচ হাবড়া-অশোকনগরের পকেট বাজারগুলো দেখলে মনে হবে বারুনী মেলা বসেছে । কোনও নজর নেই প্রশাসনের । তবু লকডাউন ভাঙলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে চলেছেন পুলিশ সুপার ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । প্রথম কয়েকদিন লকডাউন কার্যকর করতে বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিস্তর ঘাম ঝরিয়েছেন । বারাসতের কলোনি মোড়ে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গিয়েছে তাঁকে । কিন্তু শেষ এক সপ্তাহে বেমালুম উধাও পুলিশের সেই নজরদারি । এই মুহূর্তে কোরোনা সবচেয়ে বেশি থাবা বসিয়েছে হাবড়া ও অশোকনগরে । অথচ অশোকনগরের বিল্ডিংমোড় সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই থিকথিকে ভিড় । হাবড়ার বড় বড় বাজারগুলো পুলিশ অবশ্য আগেই বন্ধ করে দিয়েছে । কিন্তু শ্রীনগর রেলগেট, নগরথুবা রাজবাড়ি, রুদ্রপুর, কুমড়া, মছলন্দপুরের মতো ছোটো পকেট বাজারগুলোতে কোনও নজর নেই পুলিশের ।

থিকথিকে ভিড় বাজারে
থিকথিকে ভিড় বাজারে

স্থানীয়দের অভিযোগ, দিনে একবার বা দু'বার পুলিশের গাড়ি ঘুরে যায় ঠিকই কিন্তু পুলিশকর্মীরা গাড়ি থেকেই নামেন না । নজরদারি চালানোর জন্য কোরোনা স্পেশাল ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছিল । কিন্তু পুলিশের গা-ছাড়া মনোভাব ও ব্যবসায়ীদের হুমকি-কটাক্ষের কারণে ভলান্টিয়াররাও অনেকে কার্ড খুলে রেখে ঘরে ঢুকে গিয়েছেন । ফলে হাবড়া শহরের অদূরে ছোটো বাজারগুলো যেন মেলায় পরিণত হয়েছে । বাজারের বিক্রেতাদের বেশিরভাগই মাস্ক ব্যবহার করেন না । ক্রেতারা ভিড় করে দাঁড়াচ্ছেন । আর স্যানিটাইজ়েশনের তো বালাই নেই । সচেতন বাসিন্দাদের আশঙ্কা, যেকোনও সময় হাবড়া ও অশোকনগরে কোরোনার গণসংক্রমণ হয়ে যেতে পারে । হাবড়ার রাস্তাঘাট এখন অন্য স্বাভাবিক সময়ের মতো জনবহুল।

ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি
ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি
জেলা পুলিশ সুপার শনিবারও লকডাউনে নজরদারি চালানোর জন্য বারাসত কলোনি মোড়ে ড্রোন ক্যামেরা উড়িয়েছেন । তিনি বলেছেন, "বাজারঘাটে লকডাউন সবাইকে মেনে চলতে হবে । মুখে মাস্ক বা সামাজিক দূরত্ব না মানলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ।" এখানে প্রশ্ন একটাই । ড্রোন ক্যামেরা ওড়ানো পুলিশ লকডাউন ভঙ্গকারী বেপরোয়া ব্যবসায়ীদের কি উপযুক্ত শিক্ষা দিতে পারবে ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.