ETV Bharat / state

Panchayat Elections 2023: বারাসতে পোস্টাল ব্যালটে ছাপ্পার অভিযোগ, ধরা পড়ে সত্যি স্বীকার অভিযুক্তের

author img

By

Published : Jul 4, 2023, 10:55 PM IST

বারাসত 1-এ পোস্টাল ব্যালটে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল একটি বাস খালাসির বিরুদ্ধে ৷ বৈধ কোনও কাগজ ছাড়াই ভোট দিতে চলে এসেছিলেন বলে অভিযোগ ৷ আর চাপের মুখে সেকথা স্বীকারও করলেন তিনি ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

পোস্টাল ব্যালটে ছাপ্পার অভিযোগ বারাসত 1 ব্লক অফিসে

বারাসত, 4 জুলাই: এবার পোস্টাল ব‍্যালটে কারচুপির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ অভিযোগ কমিশনের বৈধ কাগজপত্র ছাড়াই ছাপ্পা ভোট দিতে এসেছিলেন আজগার আলি নামে এক বাসকর্মী ৷ ধরা পড়ে শেষে লেজে-গোবরে অবস্থা তাঁর ৷ এরপর সংবাদ মাধ্যমের সামনে বাসের ওই কর্মী দাবি করলেন, তৃণমূল পার্টির নির্দেশে ছাপ্পা ভোট দিতে এসেছিলেন বারাসত 1 নম্বর ব্লক বিডিও অফিসে ৷ এই অভিযোগ ঘিরে মঙ্গলবার সরগরম হয়ে ওঠে ছোট জাগুলিয়া বিডিও অফিস চত্বর ৷ এ নিয়ে বামেদের অভিযোগ, সোমবার থেকেই এই ধরনের কারচুপি ও ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল ৷ যাকে-তাকে ধরে নিয়ে এসে পোস্টাল ব‍্যালাটে ভোট দেওয়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা ৷ যদিও, এই ঘটনার কথা অস্বীকার করেছেন বারাসত 1 নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র ৷

ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মীদের পাশাপাশি পোস্টাল ব‍্যালটে ভোট দেওয়ার অধিকার রয়েছে বাস চালক, খালাসি থেকে শুরু করে গাড়ির হেল্পার, ইলেকট্রিশিয়ান এবং ভিডিয়ো গ্রাফারদের ৷ এর জন্য আগে থেকে নির্বাচন কমিশন থেকে বৈধ কাগজপত্র তৈরি করে নিয়ে যেতে হয় তাঁদের ৷ এক্ষেত্রে গাড়ির মালিকদেরও বৈদ চিঠি দিয়ে প্রশাসনকে জানাতে হয়, তাঁর কোন গাড়ি ভোটের কাজে ব্যবহার হবে ৷ গাড়ির সঙ্গে যিনি থাকবেন সেই ব‍্যাক্তির পরিচয়পত্রও দেওয়া বাধ্যতামূলক ৷ কিন্তু, অভিযোগ এসবের তোয়াক্কা না করেই ৷ কয়েকজন বাসকর্মী মঙ্গলবার পোস্টাল ব‍্যালটে ভোট দিতে চলে এসেছিলেন দত্তপুকুরের ছোট জাগুলিয়া বিডিও অফিসে ৷ এমনকি ভোটার স্লিপের ধারও ধারেননি অনেকে ৷ এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন জেলা পরিষদের 27 নম্বর আসনের সিপিএম প্রার্থী হাবিব আলি ৷

এই বিষয়ে তিনি বলেন, "এ দিন 100 শতাংশ বাস কর্মীর মধ্যে প্রায় 80 শতাংশের কাগজপত্রই ঠিক ছিল না ৷ কয়েকজনকে তো হাতেনাতে ধরে ইডি সেন্টারের বাইরে পাঠিয়ে দিয়েছিলাম ৷ এই নিয়ে বচসাও হয় বাস কর্মীদের সঙ্গে ৷ যেহেতু বাস ইউনিয়নের অধিকাংশই দেখভাল করে শাসকদল ৷ সেহেতু তাঁদের মতো করে বিভিন্ন লোক সাজিয়ে পোস্টাল ব‍্যালটের ভোট দিতে নিয়ে আসছে ৷ এ নিয়ে বিডিও-কে প্রশ্ন করা হলে, তিনি কোনও জবাব দিতে পারেননি ৷ পক্ষপাত দুষ্ট এই বিডিও-র বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে প্রয়োজনে আমরা হাইকোর্টে যাব ৷"

আরও পড়ুন: ভোটের ব্যালটেও কারচুপি হচ্ছে, অভিযোগ শুভেন্দুর

বৈধ কাগজপত্র ছাড়া পোস্টাল ব‍্যালটে ভোট দিতে এসে ধরা পড়েন আজগার আলি নামে বাসের খালাসি ৷ প্রথমে ছাপ্পা ভোটের অভিযোগ অস্বীকার করেন তিনি ৷ কিন্তু, পরবর্তী সময়ে তিনি স্বীকার করেন পোস্টাল ব্যালটে ছাপ্পা ভোট দিতে গিয়েছিলেন ৷ অন‍্যদিকে, সিপিআইএম-এর অভিযোগ অস্বীকার করেছেন বারাসত 1 নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র ৷ তিনি বলেন, "এই অভিযোগের কোনও সারবত্তা নেই ৷ নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই পোস্টাল ব‍্যালটে ভোট হচ্ছে ৷ বৈধ কাগজপত্র এবং কমিশনের নিয়ম ছাড়া কাউকেই পোস্টাল ব‍্যালটে ভোট দিতে দেওয়া হবে না ৷ এ নিয়ে কোনও ঝামেলার খবর আমার কাছে আসেনি ৷ এই সম্পর্কে ঠিক বলতে পারব না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.