ETV Bharat / state

Minor Girl Raped: নাবালিকাকে ব্ল‍্যাকমেল করে লাগাতার ধর্ষণ ! গ্রেফতার প্রতিবেশী যুবক

author img

By

Published : Jul 11, 2022, 9:01 PM IST

স্বরূপনগরে নাবালিকার গোপন ছবি তুলে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে (Minor Girl Raped)। অপমানে নির্যাতিতা নাবালিকার আত্মহত্যার চেষ্টা করে । পুলিশের হাতে পাকড়াও হয়েছে প্রতিবেশী যুবক ।

Allegation of rape of a Minor Girl against neighbour in Swarupnagar
Minor Girl Raped

স্বরূপনগর, 11 জুলাই: নাবালিকার গোপন ছবি তুলে ব্ল‍্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে । শেষে অপমানে নির্যাতিতা নাবালিকা আত্মহত্যার চেষ্টা করলে সামনে আসে প্রতিবেশী যুবকের কুকর্মের বিষয়টি । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের দিয়ারা গ্রামে । পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত যুবক জুইন মণ্ডলকে গ্রেফতার করেছে । তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে স্বরূপনগর থানার পুলিশ(Allegation of rape of a Minor Girl against neighbour in Swarupnagar)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার নাবালিকার বাড়িতে সেলাইয়ের কাজ করতে যেত বছর 24-এর ওই যুবক। সেই সুযোগে পরিবারের নজর এড়িয়ে কোনও এক সময় সে নাবালিকার গোপন ছবি তোলে বলে অভিযোগ উঠেছে । এরপর 11 বছরের ওই নাবালিকাকে ব্ল‍্যাকমেল করে দিনের পর দিন প্রতিবেশী যুবক ধর্ষণ করে বলে অভিযোগ । কুকর্মের কথা কাউকে জানালে নির্যাতিতা নাবালিকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে ।

প্রথমে ভয়ে পরিবারের কাউকে জানাতেই পারেনি নাবালিকা । পরে অপমানে নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করলে প্রকাশ্যে আসে গোটা ঘটনাটি । এরপরই রবিবার রাতে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে স্বরূপনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার । অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে । ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে নাবালিকার পরিবারের সদস্যরা । এই বিষয়ে স্বরূপনগর থানার পুলিশ বলেন, "ইতিমধ্যে নির্যাতিতা নাবালিকার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে । সেই সঙ্গে সোমবার সে গোপন জবানবন্দি দিয়েছে বসিরহাট মহকুমা আদালতে । পকসো আইনে মামলাটি রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন: মালদায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ ! পলাতক অভিযুক্ত

এদিকে ধৃত যুবককে সোমবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.