ETV Bharat / state

South Dumdum Municipality পৌরকর্মীকে মারধরের অভিযোগ দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

author img

By

Published : Aug 22, 2022, 4:16 PM IST

Updated : Aug 22, 2022, 7:00 PM IST

দক্ষিণ দমদম পৌরসভার (South Dumdum Municipality) তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল ওয়ার্ডের এক ডেঙ্গি সুপারভাইজারকে ৷ তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি (TMC Councillor of South Dumdum Municipality Gopa Pandey) ৷

South Dumdum Municipality case
ETV Bharat

দমদম, 22 অগস্ট: দক্ষিণ দমদম পৌরসভার (South Dumdum Municipality) তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল ওয়ার্ডের ডেঙ্গি সুপারভাইজারকে ৷ রিয়া কর নামে আক্রান্ত ওই মহিলাকে প্রথমে দমদম পৌর হাসপাতাল ও পরে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে ৷ পৌরকর্মীদের অভিযোগ, অন্যায়ভাবে পৌরসভার ডেঙ্গিকর্মীদের বসিয়ে দেওয়ার প্রতিবাদ করেন ডেঙ্গি সুপারভাইজার রিয়া কর (dengue supervisor of South Dumdum Municipality) । আর তাতেই রেগে গিয়ে তাঁকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন গোপা পাণ্ডে নামে ওই কাউন্সিলর (allegation against TMC Councillor of South Dumdum Municipality) ৷ গুরুতর আহত অবস্থায় ওই পৌরকর্মীকে প্রথমে দমদম পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন: অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে ফের সিবিআই হানা

পৌরকর্মীকে মারধরের অভিযোগ দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

ওই কাউন্সিলরের বিরুদ্ধে অন্যায়ভাবে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন পৌরকর্মীরা ৷ যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত কাউন্সিলর । এবিষয়ে দক্ষিণ দমদম পুরসভার পৌর পারিষদ (স্বাস্থ্য) সঞ্জয় দাস জানান, তিনি বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন । আহত কর্মীকে তিনি দেখতে যাবেন ৷ তাঁর কথায়, "ডেঙ্গি বিরোধী অভিযান যখন হচ্ছে সেই সময় এই ধরনের ঘটনা খুবই খারাপ । কাউকে বসিয়ে দেওয়ার অধিকার কাউন্সিলরের নেই ৷"

Last Updated : Aug 22, 2022, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.