ETV Bharat / state

Trinamoole Nabojoar: নবজোয়ার নিয়ে 3 দিনের জন্য শনিবার উত্তর 24 পরগনা যাচ্ছেন অভিষেক

author img

By

Published : Jun 9, 2023, 8:22 PM IST

নবজোয়ার কর্মসূচি নিয়ে 3 দিনের জন্য শনিবার উত্তর 24 পরগনায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গাইঘাটা থেকে বারাসত কাছারি ময়দান, পরপর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর ৷

Trinamoole Nabojoar
Trinamoole Nabojoar

শনিবার উত্তর 24 পরগনা যাচ্ছেন অভিষেক

বনগাঁ, 9 জুন: আগামিকাল অর্থাৎ শনিবার থেকে উত্তর 24 পরগনায় নব জোয়ার কর্মসূচিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিভিন্ন জায়গায় পদযাত্রা করবেন তিনি । এছাড়াও মছলন্দপুরের শিমুলপুর ও বারাসত কাছারি ময়দানে জনসভা করবেন । সে জন্য জেলা জুড়ে সাজো সাজো রব তৃণমূল কংগ্রেস শিবিরে ৷ আঁটোসাটো করা কয়েছে নিরাপত্তা ব্যবস্থা ।

পঞ্চায়েত ভোটের মুখে বনগাঁ সাংগঠনিক জেলায় অভিষেকের নবজোয়ার কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ । এই জেলায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে গাইঘাটা বিধানসভায় । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বনগাঁ সাংগঠনিক জেলার গাইঘাটা বিধানসভায় নবজোয়ারের অধিকাংশ কর্মসূচির রয়েছে । শনি ও রবিবার এই বিধানসভা এলাকায় নানা কর্মসূচি রয়েছে অভিষেকের । শনিবার বিকেল তিনটে নাগাদ গাইঘাটা থানার হাঁসপুরে ঢুকবেন তিনি । ওখানে জমায়েত করবেন তৃণমূলের নেতা কর্মীরা । হাঁসপুর থেকে মিছিল করে অভিষেক যাবেন জলেশ্বর শিব মন্দিরে । সেখানে পুজো দিতে পারেন তিনি ।

পরবর্তীতে গাইঘাটা থানার মোড় হয়ে চাঁদপাড়া বাজার যাবেন তিনি । সেখান থেকে ঠাকুরনগর হয়ে শিমুলপুরের রামচন্দ্রপুর পৌঁছবেন । রামচন্দ্রপুর হাইস্কুলে অভিষেক রাত্রিযাপন করবেন ।

অভিষেকের যাত্রাপথ দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে । অভিষেককে স্বাগত জানাতে তাঁর বড় বড় কাটআউট লাগানো হয়েছে । যাত্রাপথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তৃণমূল সাংসদ । পরের দিন রবিবারও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে গাইঘাটা বিধানসভায় ।

বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস জানান, বিকেল তিনটের সময় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন অভিষেক । মতুয়াদের বড়মা বীণাপানি দেবীর ঘরে তাঁর মূর্তিতে মাল্যদান করবেন তিনি । সেখান থেকে গাইঘাটা থানার মোড় হয়ে মছলন্দপুর শিমুলপুর মাঠে জনসভা করবেন । জনসভা শেষ করে যশোর রোড হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পৌঁছবেন অশোকনগরের গুমা চৌমাথায় । পরে হাবরা-2 ব্লক অফিস থেকে 2 কিলোমিটার পদযাত্রায় অংশ নেবেন তিনি ।

দত্তপুকুরের হাটখোলা হয়ে নবজোয়ার পদযাত্রা পৌঁছবে বারাসত কাছারি ময়দানে । সেখানেই রাত্রিযাপন করবেন অভিষেক । 12 জুন বারাসত থেকে ফের নবজোয়ার কর্মসূচি শুরু হবে । সেখান থেকে বসিরহাটে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই জেলায় রেকর্ড সংখ্যক লোক হবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব ।

প্রসঙ্গত, মতুয়া অধ্যুষিত বনগাঁ সাংগঠনিক জেলার চারটি বিধানসভায় হার হয়েছিল তৃণমূলের । এই জেলার মধ্যেই পড়ে গাইঘাটা বিধানসভা । এই বিধানসভার ঠাকুরনগরে মতুয়াদের পীঠস্থান ঠাকুরবাড়ি । জেলার নবজোয়ার কর্মসূচিতে গাইঘাটা বিধানসভার ঠাকুরনগরে দুই দিন কর্মসূচি রয়েছে অভিষেকের । রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে মতুয়াদের মন পেতে গাইঘাটা বিধানসভাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন শাসক শিবির ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.