ETV Bharat / state

Betting Racket during WC: বিশ্বকাপের মরশুমে শহরে বেটিং চক্রের রমরমা, নাগেরবাজার থেকে গ্রেফতার ভিনরাজ্যের 8

author img

By

Published : Dec 7, 2022, 3:45 PM IST

Updated : Dec 7, 2022, 4:06 PM IST

Online Betting Racket
কাতারে চলছে বিশ্বকাপ, কলকাতায় বেটিং চক্র

ফুটবল বিশ্বকাপে (Football World Cup) বেটিং চক্রের পর্দাফাঁস (Online Betting Racket) করল নাগেরবাজার থানার পুলিশ। সূত্রের খবর, ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া ম্যাচের বেটিং এর সঙ্গে যুক্ত ছিল এই চক্র। গ্রেফতার 8 ছত্তিশগড়ের বাসিন্দা ৷

নাগেরবাজার, 7 ডিসেম্বর: কাতার বিশ্বকাপে কাবু কলকাতা-সহ সারা বাংলা ৷ আর মেসি-নেইমারদের নিয়ে বাজি ধরতে শহরে সক্রিয় হয়েছে বেটিং চক্র ৷ বুধবার রাতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে যখন পর্তুগিজ ঝড় চলছে কাতারে, সে সময় বেটিং চক্রের পর্দাফাঁস (Online Betting Racket) করল নাগেরবাজার থানার পুলিশ (Nagerbazar Police)। গোপন সূত্রে খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ দমদম-মধুগড় এলাকায় একটি ফ্ল্যাটে হানা দিয়ে বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে ছত্তিশগড়ের 8 জনকে গ্রেফতার করে ৷

ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় ল্যাপটপ, মোবাইল এবং ব্যাংকের পাসবুক নিয়ে বেটিং চক্র চলছে। স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে অনলাইনের মাধ্যমে এই বেটিং চক্র চলত। ছত্তিশগড় থেকে এসে ওই যুবকরা দমদমের এই এলাকায় বেটিং চক্র চালাত। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে বেশ কয়েকদিন ধরেই এই বেটিং চক্র সক্রিয় হয়েছিল সেখানে।

আরও পড়ুন: আর্জেন্তিনার হারে কান্না, কেরলের খুদে এবার কাতার যাচ্ছে আইডল মেসির ম্যাচ দেখতে

অভিযোগ, ব্রাজিল, আর্জেন্তিনা, ফ্রান্সে-সহ প্রায় সমস্ত ম্যাচেই (World Cup Football Match) এইভাবে অনলাইনের মাধ্যমে বেটিং চক্র চলত। ইতিমধ্যেই গ্রেফতার 8 জনকে বুধবার নাগেরবাজার থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের নিজেদের হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। পুলিশের প্রাথমিক অনুমান এই চক্রের পিছনে কোনও বড়সড় যোগ রয়েছে। এমনকী তা ভিনদেশেরও হতে পারে ৷ অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে 3টি ল্যাপটপ, 8টি মোবাইল ফোন এবং একটি ব্যাংকের পাসবই।

Last Updated :Dec 7, 2022, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.