ETV Bharat / state

Bangaon TMC: দলীয় সভায় অনুপস্থিত 50 শতাংশ বুথ সভাপতি, প্রয়োজনে অপসারণের নির্দেশ তৃণমূল জেলা সভাপতির

author img

By

Published : May 15, 2023, 11:24 AM IST

Etv Bharat
বনগাঁ জেলা তৃণমূল

জুনে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভা ডেকেছিল বনগাঁ জেলা তৃণমূল ৷ সেই সভাতে অর্ধেক বুথ সভাপতির অনুপস্থিতি দেখে ক্ষুদ্ধ জেলা সভাপতি ৷

অধিকাংশ বুথ সভাপতির অনুপস্থিত দেখে যা বললেন তৃণমূলের জেলা সভাপতি

বনগাঁ, 15 মে: নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভায় গরহাজির প্রায় 50 শতাংশ বুথ সভাপতি । রবিবার এমনই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁর নীলদর্পণ ব্লকে । এই গুরুত্বপূর্ণ সভায় বুথ সভাপতিদের গরহাজির থাকায় ক্ষুদ্ধ হয়েছেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস-সহ জেলা নেতৃত্ব । উপস্থিত ব্লক সভাপতিকে গরহাজিরার থাকার কারণ খতিয়ে দেখে বললেন জেলা সভাপতি । প্রয়োজনে এই সমস্ত বুথ সভাপতিদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশ্বজিৎ দাস । বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ।

জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁ দক্ষিণ বিধানসভায় নবজোয়ার কর্মসূচি করবেন । স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারই প্রস্তুতি সভার আয়োজন করেছিল ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদা হাইস্কুল মাঠে । সেখানে সমস্ত বুথ সভাপতিদের ডাকা হয়েছিল । সভায় উপস্থিত ছিলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস, চেয়ারম্যান শ্যামল রায়, যুব-র সভাপতি নিরুপম রায়, ব্লক সভাপতি কালিপদ মণ্ডল-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ দাস সভায় উপস্থিত পঞ্চায়েতের বুথ সভাপতিদেরকে হাত তুলতে বলেন । সেখানে হাতের সংখ্যা কম দেখে নিজেই বলে ওঠেন এখানে তো 50 শতাংশেরও কম বুথ সভাপতি রয়েছেন । ব্লকের নেতৃত্বের কাছে বুথ সভাপতি গরহাজিরার কারণ জানতে চান তিনি । তারা কোনও সদুত্তর দিতে না পারায় বনগাঁ নীলদর্পণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিপদ মণ্ডলকে নির্দেশ দেন এই গুরুত্বপূর্ণ সভায় যারা আসেনি তাদের না আসার কারণ খতিয়ে দেখতে । পাশাপাশি তিনি জানান, যদি তারা সঠিক কারণ না দেখাতে পারে তাহলে তাদেরকে বুথ সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে অন্যদেরকে কাজ করার সুযোগ করে দিতে ।
শুক্রবার বাগদা ব্লকের প্রস্তুতিতে সভাতেও গরহাজির দেখা গিয়েছিল বহু বুথ সভাপতিকে । রবিবারের সভায় বুথ সভাপতিদের গরহাজিরা পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের যে অস্বস্তি বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না । তবে জেলা সভাপতির কড়া নির্দেশে নড়েচড়ে বসেছে ব্লক সভাপতিরা । কারণ খুঁজতে মাঠে নেমেছেন তাঁরা ।

তবে এই গরহাজিরার পিছনে তৃণমূলের দুর্নীতি এবং গোষ্ঠীদ্বন্দ্ব দেখছে বিজেপি । বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "কোনও ভালো মানুষ তৃণমূল আর করতে চাইছে না । সভায় 60 শতাংশ বুথ সভাপতিরা আসছে না । আমাদের ধারণা আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী খুঁজে পাবে না ।

আরও পড়ুন : তৃণমূল নেতাদের ফেস্টুনে মাটি-গোবর, দত্তপুকুরে উত্তেজনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.