ETV Bharat / state

কোরোনা ঠেকাতে উদ্য়োগ রাজ্যের, রূপরেখা নির্ণয়ে বৈঠক বারাসতে

author img

By

Published : Nov 7, 2020, 7:37 PM IST

covid 19
covid 19

পরিষেবা প্রদানের রূপরেখা নির্দিষ্ট করতে IMA ও API সংগঠনের চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন বারাসত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

বারাসত, 7 নভেম্বর : রাজ্যে কোরোনায় মৃত্যুর হার কমাতে হোম আইসোলেশনে থাকা কোরোনায় সংক্রমিত রোগীদের চিকিৎসা পরিষেবার উদ্যোগ নেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবার সেই পরিষেবা প্রদানের রূপরেখা নির্দিষ্ট করতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন(IMA) ও অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া(API) সংগঠনের চিকিৎসকদের নিয়ে বৈঠক বারাসত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের । গতকাল রাতে ওই দুই সংগঠনের চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়। ছিলেন ডেপুটি CMOH-2।টেলি পরিষেবার মাধ্যমে হোম আইসোলেশনে থাকা কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।


রাজ্যে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । প্রতিদিন মৃত্যু হচ্ছে কোরোনায় আক্রান্ত রোগীদের । ইতিমধ্যেই রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ। দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে শীর্ষে রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা। এই দুই জেলাই এখন সরকারের মাথাব্যথার কারণ । স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ 800-র কাছাকাছি। পাল্লা দিয়ে চলছে মৃত্যু । সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা প্রদান করা গেলে মৃত্যু এড়ানো যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। এই পরিস্থিতিতে হোম আইসোলেশনে থাকা সংক্রমিত রোগীদের কথা ভেবেই এই পদক্ষেপ । এর ফলে হোম আইসোলেশনে থাকা কোরোনা আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে । ফলে কমবে মৃত্যুর হার । এমনটাই মনে করছেন চিকিৎসকেদের একাংশ । এই পরিষেবা কার্যকর করতেই গতকাল IMA ও API সংগঠনের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন বারাসতের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়।

এই বিষয়ে জেলার কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল মনিটরিং কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর বিবর্তন সাহা বলেন, " 27, 29 ও 31 অক্টোবর রাজ্যের স্বাস্থ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয় স্বাস্থ্য ভবনে। সেখানে IMA-এর রাজ্য সম্পাদক ও সাংসদ শান্তনু সেন ছাড়াও বিশিষ্ট চিকিৎসকরা হাজির ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে হোম আইসোলেশনে থাকা কোরোনা আক্রান্ত রোগীদের সরকারি চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। টেলি কাউন্সেলিংয়ের মাধ্যমে চিকিৎসকরা এই পরিষেবা প্রদান করবেন। যাতে মৃত্যুর হার কমানো যায়। কীভাবে তাঁদের চিকিৎসা করা হবে, কীভাবে সেই পরিষেবা প্রদান করা হবে, সেই বিষয়ে ইতিমধ্যে চিকিৎসকদের একাংশকে ট্রেনিং দেওয়া হয়েছে। সেই ট্রেনিং IMA-এর শাখা স্তরেও ছড়িয়ে দেওয়া হবে । শীঘ্রই এই পরিষেবা চালু হবে।"

এবিষয়ে বারাসত IMA শাখার সম্পাদক ও চিকিৎসক বিশ্বজিৎ সাহা বলেন, "এই ধরনের উদ্যোগ এখনও পর্যন্ত অন্য কোনও রাজ্যে নেওয়া হয়েছে কি না তা আমার জানা নেই। তবে এই পরিষেবায় হোম আইসোলেশনে থাকা সংক্রমিত রোগীরা সঠিক চিকিৎসা পাবেন। এটা একটা সদর্থক পদক্ষেপ ।" জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায় বলেন, "সরকারি উদ্যোগে এমন পদক্ষেপ দেশের মধ্যে প্রথম। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে IMA-এর চিকিৎসকরাও কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিষেবা প্রদান করবেন। এর জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ। এই পরিষেবার মধ্যে দিয়ে মৃত্যুর হার কমানো সম্ভব হবে । সেই লক্ষ্যেই সরকারি এই চিকিৎসা পরিষেবা চালু করা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.