ETV Bharat / state

কোরোনায় মৃত দুই তৃণমূল নেতা

author img

By

Published : Sep 20, 2020, 1:42 PM IST

Alipurduar
Alipurduar

আলিপুরদুয়ার জেলা স্ব‍াস্থ্য দপ্তর সূত্রের খবর, পাঁচদিন আগে আব্বাস আনসারি কোরোনায় আক্রান্ত হয়ে তোপসিখাতা কোভিড হাসপাতালে ভরতি হন । এদিন আব্বাস আনসারি মৃত‍্যুতে কালচিনি ব্লক জুড়ে শোকের ছায়া নেমে আসে ।

আলিপুরদুয়ার, 20 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হয়ে মাত্র এক মাসের ব্যবধানে মৃত দুই তৃণমূল নেতা । ভারত-ভুটান সীমান্তের কালচিনি ব্লকের তৃণমূলের দুই নেতার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া ।

জানা গিয়েছে, শনিবার কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূলের কালচিনি ব্লক সহ সভাপতি আব্বাস আনসারির (65) । তিনি তোপসিখাতা কোভিড হাসপাতালে ভরতি ছিলেন । অপরদিকে, মাস খানেক আগেই কোরোনায় আক্রান্ত হয়ে বিষ্ণু কর্মকার ( 36) নামে এক তৃণমূল নেতার মৃত্যু হয় ।

আলিপুরদুয়ার জেলা স্ব‍াস্থ্য দপ্তর সূত্রের খবর, পাঁচদিন আগে আব্বাস আনসারি কোরোনায় আক্রান্ত হয়ে তোপসিখাতা কোভিড হাসপাতালে ভরতি হন । শনিবার তাঁর মৃত্যু হয় । এ দিন আব্বাস আনসারি মৃত‍্যুতে কালচিনি ব্লক জুড়ে শোকের ছায়া নেমে আসে । মাস খানেকের ব্যবধানে ব্লকের দুই নেতা কোরোনায় মৃত্যু হওয়ায় কালচিনি ব্লকে তৃণমূলের অন্দরেও নেমে এসেছে শোকের ছায়া ।

কালচিনি ব্লক সভাপতি এবং লতাবাড়ি রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার বলেন, " আব্বাস আনসারি দীর্ঘদিন থেকেই দলের ব্লক কমিটির সহ সভাপতি ছিলেন । এ ছাড়াও তিনি বিগত বেশ কয়েকবার কালচিনি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্ম‍্যাধক্ষের দায়িত্বে ছিলেন । কালচিনি ব্লকের উন্নয়নের জন‍্য আব্বাস আনসারির বড় ভূমিকা রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.