ETV Bharat / state

School Closed মনসা পুজো ও জন্মাষ্টমী উপলক্ষে টানা ছুটি ঘিরে বিতর্ক পুরুলিয়ায়

author img

By

Published : Aug 20, 2022, 10:08 PM IST

Updated : Aug 20, 2022, 10:39 PM IST

Schools closed for five consecutive days in Purulia
Schools closed for five consecutive days in Purulia

মনসা পুজো তারপর জন্মাষ্টমী সেই সুবাদে টানা পাঁচদিন বিদ্যালয় বন্ধ (School Closed for Puja) পুরুলিয়ায় ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

পুরুলিয়া, 20 অগস্ট: পুরুলিয়া জেলায় মনসা পুজো (Mansa Puja) ছিল বুধবার ৷ বৃহস্পতিবার ছিল পান্না ৷ সেই মতো ওই দিন প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটির কথা ঘোষণা করেছিলেন বিধায়ক রাজিব লোচন সোরেন । আর শুক্রবার ছিল জন্মাষ্টমী (Janmashtami) সেই দিন ছিল সরকারি ছুটি । সেই সুবাদে শনিবারও পুরুলিয়ায় বন্ধ থাকল বহু প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৷ টানা পাঁচদিন বিদ্যালয় বন্ধ থাকল (Schools closed for five consecutive days) ।

বন্ধ ছিল শ্যামপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়, শাকড়া প্রাথমিক বিদ্যালয়, বড় মুক্রু প্রাথমিক বিদ্যালয়-সহ পুরুলিয়া-1 ব্লকের বেশ কিছু উচ্চ বিদ্যালয় ৷ এছাড়াও জেলার মফস্বল এলাকায় বহু বিদ্যালয় এদিন থাকল তালাবন্দ । আজ স্কুল ছুটি থাকার কথা ছিল না, তা স্বীকার করে নেন পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজিব লোচন সোরেন ৷ তিনি বলেন, "বিদ্যালয় পরিদর্শকদের খোঁজ নিয়ে রিপোর্ট দিতে বলছি কোন কোন বিদ্যালয় বন্ধ ছিল ।"

যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল । বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, "এই সরকার শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে ।" এসইউসিআই-এর পুরুলিয়া জেলা কমিটির সদস্য ভগীরথ মাহাতো বলেন, "এই সরকার শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চায় মনে হয়, কারণ লেখা পড়া হচ্ছে কি না, তা এদের দেখার দরকার নেই ৷ মিড ডে মিল হচ্ছে কি না, এরা শুধু ওটাই দেখেন ।"

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন , "কোনও কোনও বিদ্যালয় বন্ধ ছিল তা দেখে ব্যবস্থা নিতে বলব ৷ তবে বিজেপির বাজার গরম করা কথার কোনও দাম নেই ৷ উত্তরপ্রদেশ-সহ যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেগুলির চেয়ে আমাদের রাজ্যের নারী শিক্ষা-সহ শিক্ষার মান যথেষ্ট ভালো।"

আরও পড়ুন: মনসা পুজো উপলক্ষে হাঁস কেনার হিড়িক পুরুলিয়ায়

তবে জেলায় যেমন বেশ কিছু বিদ্যালয় বন্ধ ছিল তেমনই কিছু খোলাও ছিল । তেমনই পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের শিক্ষক জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "বাৎসরিক 65টি ছুটির মধ্যে কিছু ছুটি প্রধান শিক্ষক আঞ্চলিক উৎসব হিসাবে হয়ত দিয়েছেন ৷ এই নিয়ে অযথা বিতর্ক করে লাভ নেই ।"

Last Updated :Aug 20, 2022, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.