ETV Bharat / state

Purulia Cyber Crime: 'আবেগের বশে' বিবস্ত্র ভিডিয়ো কল ! বিপাকে 60 ছুঁই ছুঁই রেলকর্মী

author img

By

Published : Apr 4, 2023, 1:48 PM IST

Rail Ways Employee lost Rs 5 Lakh after he became a victim of Cyber Crime due an Obscene Video Call
প্রতীকী ছবি

সোশাল মিডিয়ায় 'বন্ধু' হওয়া মহিলার ডাকে সাড়া দিয়ে বিবস্ত্র ভিডিয়ো কল ! সাইবার ক্রাইমের শিকার হয়ে হারাতে হল 5 লক্ষেরও বেশি টাকা ৷ বিপাকে পুরুলিয়ার বাসিন্দা 57 বছরের রেলকর্মী ৷

পুরুলিয়া, 4 এপ্রিল: আবেগ বশে রাখতে না পেরে চরম বিপাকে পড়লেন 57 বছরের এক প্রৌঢ় ! ওই ব্যক্তির দাবি, এক মহিলার সঙ্গে তাঁর বিবস্ত্র ভিডিয়ো কল হাতিয়ার করে শুরু হয় ব্ল্যাকমেলিং ! 5 লক্ষ টাকারও বেশি খুইয়ে অবশেষে হুঁশ ফেরে ওই রেলকর্মীর ৷ প্রতারণার অভিযোগ তুলে পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন তিনি ৷ অভিযোগকারী ব্যক্তি পুরুলিয়ার পাড়া থানা এলাকার বাসিন্দা ৷

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই প্রৌঢ় জানিয়েছেন, দিনকয়েক আগের ঘটনা ৷ সোশাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে আলাপ হয় তাঁর ৷ সেই আলাপ গড়ায় 'বন্ধুত্বে'! এরপর 'দুই বন্ধু'র মধ্যে শুরু হয় মোবাইলে কথাবার্তা ৷ এমনকী, মাঝমধ্য়েই তাঁরা ভিডিয়ো কলে আড্ডা দিতেন ! প্রৌঢ়ের দাবি, এমনই একদিন ভিডিয়ো কলে কথা বলতে বলতে হঠাৎ ওই মহিলা বিবস্ত্র হয়ে যান ! এবং তিনি প্রৌঢ়কেও নিজের পোশাক খুলে ফেলতে বলেন ! প্রৌঢ়ের দাবি, মহিলার এই প্রস্তাবে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন এবং নিজের পোশাক এক-এক করে খুলতে শুরু করেন ! এই সময় হঠাৎই প্রৌঢ় খেয়াল করেন, ওই মহিলা এই ভিডিয়ো কলটি 'রেকর্ড' করছেন ৷ সঙ্গে সঙ্গে ভিডিয়ো কলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন প্রৌঢ় ৷

57 বছরের ওই ব্যক্তির দাবি, এরপরই শুরু হয় ব্ল্যাকমেলিংয়ের পালা ৷ একটি মোবাইল নম্বর থেকে তাঁকে একটি ভিডিয়ো হোয়াটসঅ্য়াপ করা হয় ৷ তাতে সেই বিবস্ত্র ভিডিয়ো কলের রেকর্ড করা অংশটি ছিল ! ওই একই মোবাইল নম্বর থেকে এরপর প্রৌঢ়কে হুমকি দেওয়া হয় ৷ তাঁকে বলা হয়, অবিলম্বে 32 হাজার 500 টাকা দিতে হবে ৷ না হলে এই ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে ৷ ভয়ে প্রতারকদের সেই টাকা দিয়ে দেন প্রৌঢ় ৷ কিন্তু, তারপরও তাদের হাত থেকে মুক্তি পাননি তিনি ৷ বেশ কয়েক দফায় তাঁর কাছ থেকে 5 লক্ষেরও বেশি টাকা আদায় করে প্রতারকরা ৷

আরও পড়ুন: কপালে চিন্তার ভাঁজ ফেলছে সাইবার ক্রাইম, সচেতন করতে মাঠে নামলেন পুলিশ কর্তারা

এই ঘটনাক্রমে প্রৌঢ় বুঝে যান, তিনি ভালো মতো ফেঁসে গিয়েছেন ৷ এরপর আর দেরি করেননি তিনি ৷ সটান হাজির হন পুলিশের কাছে ৷ সমস্ত ঘটনা জানিয়ে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন ৷ যার ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করা হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.