ETV Bharat / state

TMC Havocs in Purulia: বিজেপিকে উড়িয়ে 'গেরুয়া' পুরুলিয়ায় সবুজ ঝড়, কারণ কুড়মি সক্রিয়তা ?

author img

By

Published : Jul 12, 2023, 7:42 PM IST

Updated : Jul 12, 2023, 9:46 PM IST

TMC Havocs in Purulia
TMC Havocs in Purulia

পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে উড়িয়ে দিয়ে 'গেরুয়া' পুরুলিয়ায় আবারও ঘাঁটি গাড়ল তৃণমূল কংগ্রেস ৷ কারণ কি কুড়মিদের সক্রিয়তা, নাকি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নবজোয়ার ! প্রতিবেদনটি পড়ুন ৷

পুরুলিয়া, 12 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার, নাকি জঙ্গলমহলে কুড়মিদের সক্রিয়তা । কারণ যাই হোক না কেন, পুরুলিয়ার মাটি হারাচ্ছে বিজেপি । পঞ্চায়েত ভোটের ফলে পুরুলিয়া ঢেকেছে সবুজ ঝড়ে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোটে 'গেরুয়া জেলা' পুরুলিয়ায় বিজেপির এমন শোচনীয় ফলাফল, দলকে হতাশ করেছে । তবে তারা তুলেছে কারচুপির অভিযোগ ৷ অন্যদিকে, পুরুলিয়ার মাটি পুনরুদ্ধার করে তৃণমূল শিবিরে এখন স্বস্তির হাওয়া ।

পুরুলিয়া মানেই জঙ্গলমহলের এমন একটি জেলা যেটি গত কয়েক বছর ধরে গেরুয়া দুর্গ বলেই পরিচিত । গত লোকসভা ও বিধানসভা ভোটে শাসকদলকে পিছনে ফেলে প্রায় গোটা জেলারই দখল নিয়েছিল বিজেপি । জেলার তিনটি লোকসভা আসনের সাংসদই বিজেপির । 9টি বিধানসভার মধ্যে 6টিই বিজেপির দখলে । 2018 সালের পঞ্চায়েত ভোটেও ভালো ফল করেছিল বিজেপি । সেখানে এ বারের ভোটে পুরুলিয়ায় জোর ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির ।

শেষ পাওয়া খবরে, পুরুলিয়ায় 170টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল 123টিতে জয়লাভ করেছে । বিজেপি সেখানে মাত্র 11টি পঞ্চায়েত দখলে এনেছে । 33টি আসনের ফল ঝুলে রয়েছে । মনে করা হচ্ছে, তাতে তৃণমূলের আসন বাড়বে । যদি 2018 সালের পঞ্চায়েতের ফলাফলের দিকে নজর দেওয়া যায় তাহলে দেখা যাবে, গ্রাম পঞ্চায়েতে তৃণমূল তখন পেয়েছিল 863টি আসন, বিজেপি পেয়েছিল 645টি এবং সিপিএম পেয়েছিল 154টি আসন । এ বারের নির্বাচনে এখনও যা ফল পাওয়া গিয়েছে, তাতে তৃণমুল তাদের আসন অনেকটাই বাড়িয়েছে, আসন কমেছে বিজেপির ৷ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে 1465টি আসন, বিজেপি 429টি আসন পেয়েছে ও সিপিএম পেয়েছে 126টি আসন ।

একইভাবে, পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলের আসন বেড়েছে অনেক । 2018 সালে পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের দখলে ছিল 239টি আসন, বিজেপি পেয়েছিল 142টি আসন ৷ আর এ বারের নির্বাচনে তৃণমূল পেয়েছে 392টি আসন, বিজেপির আসন সংখ্যা কমে হয়েছে 55টি ।

আরও পড়ুন: 'সেলিব্রেশন নয়, 21 জুলাই এবার শ্রদ্ধা দিবস;' ঘোষণা মমতা

জেলার 20টি পঞ্চায়েত সমিতির মধ্যে 19টিই তৃণমূলের দখলে । একটির ফল ত্রিশঙ্কু রয়েছে । বিজেপি একটিও পঞ্চায়েত সমিতি দখল করতে পারেনি । জেলা পরিষদেও এ বার সবুজ ঝড় ৷ 45টির মধ্যে 42টি জেলা পরিষদ তৃণমূলের দখলে, মাত্র দুটি পেয়েছে বিজেপি । 2018 সালে বিজেপির হাতে ছিল 9টি জেলা পরিষদ ।

জেলায় উল্লেখযোগ্য ফল হয়েছে রঘুনাথপুর 2 ব্লকে । 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে জেলায় একমাত্র রঘুনাথপুর 2 পঞ্চায়েত সমিতি দখল করেছিল বিজেপি । শুধু তাই নয়, ওই ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতেরও ক্ষমতা যায় বিজেপির দখলে । লোকসভা ভোটে সাংসদ সুভাষ সরকার বিজেপি থেকে নির্বাচিত হন ৷ তাতে রঘুনাথপুর বিধানসভার বিরাট ভোট তাঁর দিকে গিয়েছিল । এমনকী দুবারের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি পরাজিত হন গত বিধানসভা ভোটে । জয় পান বিজেপির বিবেকানন্দ বাউরি । সেখান থেকেই এ বার একবারে পালাবদল । রঘুনাথপুর 2 ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5টিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল । পাশাপাশি রঘুনাথপুর 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতেই বোর্ড গঠন করছে তৃণমূল । পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দখলে আসছে ।

কিন্তু জঙ্গলমহলের গেরুয়া দুর্গ পুরুলিয়ায় কেনই বা বিজেপির এই ভরাডুবি ? আর কীভাবেই বা ঘটল তৃণমূলের পুনরুত্থান ৷ এর কারণ খুঁজতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, পুরুলিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বহুল অংশে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা সেই গোষ্ঠীদ্বন্দ্বকে অনেকটাই মেটাতে পেরেছে । দূরত্ব ঘুঁচিয়ে কর্মীদের, নেতৃত্বদের সবাইকে একসঙ্গে জোটবদ্ধ করে তিনি এই ভোটের লড়াইয়ে নামাতে পেরেছিলেন ৷ সেটায় মানুষের কাছে একটা ভালো বার্তা গিয়েছে ।

আরও পড়ুন: সিঙ্গুরের আস্থা মমতার উপরই আজও অটুট, প্রমাণ মিলল পঞ্চায়েতের রায়ে

অন্যদিকে, বিজেপির 'ডাবল ইঞ্জিন'-এর সাংসদ ও বিধায়ক থাকার পরেও পুরুলিয়ার গ্রামগুলিতে তেমন কিছু উন্নয়ন করতে পারেননি বিজেপির সাংসদ কিংবা বিধায়করা । এমন অভিযোগও উঠেছে । সেই কারণেই হয়তো বিজেপির থেকে মুখ ফিরিয়েছেন গ্রামের মানুষজন । পাশাপাশি কুড়মি সম্প্রদায় এ বার অতি সক্রিয়ভাবে পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করেছে । বেশ কয়েকটি গ্রাম সংসদের আসনও কুড়মিদের হাতে এসেছে । মনে করা হচ্ছে, বিজেপির ভোট সুইং হয়ে কুড়মিদের দিকে ঢুকেছে । যার ফলে লাভবান হয়েছে তৃণমূল ।

কারণ যাই হোক না কেন, 2024 সালের লোকসভা ভোটে তৃণমূলের এই জয় দলের ভেতরে বাড়তি অক্সিজেন জোগাবে । তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানিয়েছেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা জেলায় ব্যাপক প্রভাব ফেলেছে । এছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্প মানুষকে উপকৃত করেছে । মানুষ তাই সঠিক জায়গাতেই ভোট দিয়েছেন ।"

পুরুলিয়ায় এমন ফলাফল মেনে নিতে নারাজ জেলার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মহাপাত্র । তিনি জানিয়েছেন "তৃণমূল যেখানে তলানিতে ছিল, সেখানে এই ফল হয় কী করে ? গণনায় বিরাট বড় ষড়যন্ত্র ও কারচুপি হয়েছে । অনেক জায়গায় ব্যালট মেলাতেও পারেনি । আমরা তাই হাইকোর্টে যাচ্ছি । তৃণমূলের বিরুদ্ধে নয়, কারণ ওরা জানেই না কী করে জিতেছে । আমরা এর বিরুদ্ধে মামলা করে সিবিআই তদন্ত চাইব ।"

Last Updated :Jul 12, 2023, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.