ETV Bharat / state

Purulia Murder Case: সন্তান না হওয়ায় অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

author img

By

Published : Mar 11, 2023, 8:20 PM IST

Purulia Murder Case
Purulia Murder Case

বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার আড়ষায় এক বধূর রহস্যমৃত্যু হয় ৷ মৃতার বাবা জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ অভিযুক্ত উমেশ মাঝিকে গ্রেফতার করেছে (Purulia Police Arrest Murder Accused) ৷

পুরুলিয়া, 11 মার্চ: বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার (Purulia) আড়ষা থানা এলাকার হাড়মাডি গ্রামে বাড়ি থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় (Purulia Murder Case) । তখন মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও ঘটনাটি খুনের বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছিল । যদিও এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে । এবার সেই ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ দায়ের করলেন বধূর বাবা ।

খুন হওয়া বধূ হিমানী মাঝির (৩০) বাবা সোনারাম মাঝি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগে দাবি করেছেন ৷ সেখানে লিখেছেন, দু’বছর আগে তাঁর মেয়ের সঙ্গে আড়ষা থানা এলাকার হাড়মাডি গ্রামের বাসিন্দা উমেশ মাঝির বিয়ে হয় । কিন্তু তখন তিনি জানতেন না যে, উমেশ মাঝির আগে একবার বিয়ে হয়েছিল । পরে তাঁর মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার দু’বছর পরেও তাঁদের সন্তান না হওয়ার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতো ।

সোনারামের আরও অভিযোগ, উমেশের প্রথম পক্ষের স্ত্রীরও কোনও সন্তান হয়নি । সেই অশান্তির জেরে উমেশ তাঁর মেয়েকে বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন ৷ অভিযুক্ত নিজেই নিজের হাতের আঙ্গুল কেটে নেন । তারপর নিজেই তিনি জখম অবস্থায় স্থানীয় নুনিয়া গ্রামের হরি মন্দিরের সামনে থাকা কয়েকজনকে জানান যে, তাঁর (উমেশ) স্ত্রীকে তিনি মেরে ফেলেছেন ৷ তাঁর হাতে চোট রয়েছে৷ যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড৷ তাঁকে যেন চিকিৎসা করানো হয় ।

এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করা হলে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে (Purulia Police Arrest Murder Accused) । তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে ৷ ঘটনার তদন্ত চলছে ।" পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে উমেশের প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গেও এই বিষয়ে কথা বলা হবে ৷ তাঁর উপর কোনও নির্যাতন হয়েছিল কি না খতিয়ে দেখা হবে ৷

আরও পড়ুন: 48 ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল ইংলিশ মিডিয়াম স্কুলের হস্টেল থেকে উধাও ছাত্রের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.