ETV Bharat / state

হেলমেটহীন বাইক আরোহীদের হেলমেট বিতরণ পুরুলিয়া জেলা পুলিশের

author img

By

Published : Jun 25, 2020, 4:51 AM IST

গতকাল পুরুলিয়া সদর থানার পুলিশের উদ্যোগে "সেফ ড্রাইভ সেভ লাইফ" কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷ একইসঙ্গে কোরোনা সংক্রমণ সম্পর্কে সচেতন করা হয় এবং মাস্ক বিলি করা হয় পুলিশের পক্ষ থেকে ৷

Purulia District Police
পুরুলিয়া জেলা পুলিশ

হেলমেটহীন বাইক আরোহীদের হেলমেট বিতরণ পুরুলিয়াজেলা পুলিশের

পুরুলিয়া, 25 জুন : হেলমেটহীন বাইক আরোহীদের ফাইননয়, হেলমেটপ্রদান করে "সেফ ড্রাইভ, সেভ লাইফ"-এর সচেতনতামূলক প্রচার চালাল পুরুলিয়া জেলাপুলিশ ৷ একইসঙ্গে ছৌ শিল্পীদের নৃত্য-গীতের মাধ্যমে পুরুলিয়া সদর থানার পুলিশশহরের একাংশ মিছিল করে সচেতনতা বার্তা দিল ৷ পাশাপাশি কোরোনা সংক্রমণ এড়াতেসামাজিক দূরত্ব বজায় রাখা ও মুখে মাস্ক পরে বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয় ৷

গতকালপুরুলিয়া সদর থানার পুলিশের উদ্যোগে "সেফ ড্রাইভ সেভ লাইফ" কর্মসূচিঅনুষ্ঠিত হয় ৷ এদিন পুরুলিয়া সদর থানার পুলিশ কর্মী ও আধিকারিকেরা মুখে মাস্ক পরেও সামাজিক দূরত্ব বজায় রেখে"সেফ ড্রাইভ সেভ লাইফ" মিছিলে অংশগ্রহণ করেন৷ একইসঙ্গে ছৌ শিল্পীরাও নৃত্যের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে ৷ সাধারণমানুষের নজর কাড়ে এদিনের ছৌ নৃত্য ৷ মিছিল শেষে শহরের ট্রাফিক মোড়ে হেলমেটহীন বাইকআরোহীদের সচেতন করার পাশাপাশি হেলমেট প্রদান করা হয় ৷ একইসঙ্গে কোরোনা সংক্রমণএড়াতেও সচেতন করা হয় এবং মাস্ক বিলি করা হয় পুলিশের পক্ষ থেকে ৷

হেলমেটহীন বাইক আরোহীদের হেলমেট প্রদান পুরুলিয়া জেলা পুলিশের

পুরুলিয়া সদর থানার পুলিশের এই সচেতনতামূলককর্মসূচিকে সাধুবাদ জানান সাধারণ মানুষ ৷ জেলার প্রতিটি থানা এলাকাতেই প্রতিদিন"সেফ ড্রাইভ সেভ লাইফ" এবং কোরোনা সংক্রমণ রোধে প্রচার চালাচ্ছেপুরুলিয়া জেলা পুলিশ ৷ সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.