ETV Bharat / state

শ্রাবণ মাসেও ভক্ত নেই গৌরীনাথ ধামে, করোনা আবহে অর্থকষ্টে পুরোহিতরা

author img

By

Published : Jul 19, 2021, 7:43 PM IST

priests of purulia chirka shiv temple facing trouble in pandemic situation
শ্রাবণ মাসেও ভক্ত নেই গৌরীনাথ ধামে, করোনা আবহে অর্থকষ্টে পুরোহিতরা

ভরা শ্রাবণেও ভক্ত নেই পুরুলিয়ার জাগ্রত শিব মন্দির চিরকা গৌরীনাথ ধামে ৷ করোনা আবহে প্রবল অর্থকষ্টে দিন কাটছে পুরোহিতদের ৷

পুরুলিয়া, 19 জুলাই : এখন ভরা শ্রাবণ মাস ৷ হিন্দু মতে, এই পবিত্র মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢেলে পূণ্য অর্জনের রীতি রয়েছে ৷ এই সময়টায় বোল বোম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরুলিয়ার প্রখ্যাত শিব মন্দির চিরকা গৌরীনাথ ধাম ৷ বছর বছর ধরে এটাই ছিল চেনা ছবি ৷ তবে করোনা আবহে বদলে গিয়েছে অনেক কিছুই ৷ ভক্তের অভাবে খাঁ খাঁ করছে মন্দির ৷ চরম অর্থকষ্টে দিন কাটছে 60-70টি পুরোহিত পরিবারের ৷

পুরুলিয়ার শিব মন্দির চিরকা গৌরীনাথ ধাম খুবই জাগ্রত হিসেবে পরিচিত ভক্তদের কাছে ৷ চৈত্র সংক্রান্তিতে, শ্রাবণ মাসের সোমবারগুলিতে এবং শিবরাত্রিতে এখানে উপচে পড়ত ভিড় ৷ লক্ষাধিক ভক্তের সমাগম হত ৷ এই মন্দিরের নাম-ডাক প্রচুর ৷ মনস্কামনা পূরণের জন্য অনেকে আবার মন্দির চত্বরে ধর্না দিয়ে পড়ে থাকতেন ৷ তাঁদের বিশ্বাস ছিল, মহাদেব স্বপ্নাদেশ দেবেন ৷ সেই স্বপ্নাদেশ পেয়েই নাকি ওই পুণ্যার্থী বাড়ি ফিরে যেতেন ! ঝাড়খণ্ডের বোকারো, ধানবাদ, রাঁচি, টাটা থেকে শুরু করে সুদূর কলকাতা থেকেও অনেকে এখানে পুজো দিতে আসতেন ৷ গৌরীনাথ ধাম মন্দিরের নামানুসারেই রয়েছে পুরুলিয়া জেলার গৌরীনাথ ধাম রেল স্টেশন ৷

শ্রাবণ মাসেও ভক্ত নেই গৌরীনাথ ধামে, করোনা আবহে অর্থকষ্টে পুরোহিতরা

তবে করোনা কালে থমকে গিয়েছে জীবন ৷ দীর্ঘদিন বন্ধ থাকার পর মন্দির খুলেছে ৷ তবে ভক্তের সমাগম নেই ৷ ফলে দিন গুজরান করতে হিমশিম খাচ্ছেন পুরোহিতরা ৷ 60-70টি পুরোহিত পরিবারের এখন নিত্যদিনের সঙ্গী অভাব অনটন ৷

মন্দিরের পুরোহিত সুনীল পান্ডে জানালেন, "বর্তমানে আমাদের খুবই কষ্টে দিন কাটছে, যজমানের সংখ্যা অনেক কমে গিয়েছে ৷ এখানে আমরা সব পুরোহিতই এই মন্দিরের উপর নির্ভরশীল ৷"

মন্দিরের আর এক পুরোহিত গয়ারাম পান্ডে আবার দলাদলির শিকার বলে অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগ, তিনি বিজেপি করেন বলে তাঁকে পুরোহিত ভাতা থেকে বঞ্চিত করা হয়েছে ৷

করোনা আবহে ভক্তরা না-এলেও নিষ্ঠা করে পুজো-আচ্চা করে চলেছেন পুরোহিতরা ৷ সুদিনের অপেক্ষায় এখন তাঁদের একমাত্র ভরসা দেবাদিদেব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.