ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : সিবিআইয়ের হাতে নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ও পেন

author img

By

Published : Apr 21, 2022, 10:58 PM IST

যে-কোনও তদন্তেই মৃত ব্যক্তির ফোন খুব গুরুত্বপূর্ণ সূত্রের কাজ করে ৷ অপরাধীকে চিহ্নিত করতে সাহায্য করে ৷ সিবিআই আধিকারিকদের হাতে এবার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে (Jhalda Councillor Murder Case) প্রত্যক্ষদর্শী নিহত নিরঞ্জন বৈষ্ণবের ফোন ও পেন ৷ তবে কি এবার জানা যাবে কারা রয়েছে এর পিছনে ?

niranjan baishnab
নিরঞ্জন বৈষ্ণব

পুরুলিয়া, 21 এপ্রিল : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শী ছিলেন নিরঞ্জন বৈষ্ণব ৷ 6 এপ্রিল তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ ওঠে তাঁকেও খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ এরপর সিবিআই তদন্তকারী আধিকারিকরা নিরঞ্জন বৈষ্ণব ওরফে সেফালের বাড়িতে যায় ৷ বৃহস্পতিবার সেখান থেকেই নিহত নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোন ও পেন উদ্ধার করে সিবিআই (Mobile phone and pen of Niranjan Baishnab in the hands of CBI) ।

সুইচ অফ অবস্থায় ছিল মোবাইলটি ৷ বৃহস্পতিবার বিকেলে তদন্তে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিরঞ্জন বৈষ্ণবের ঘরে তল্লাশি চালান সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । এরপরই উদ্ধার হয় মোবাইল ফোন ও পেন ।
আরও পড়ুন : Forensic Team in Niranjan Baishnab's House : তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে ফরেনসিক দল

প্রসঙ্গত, নিরঞ্জন বৈষ্ণব ঝালদার (Jhalda News) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন । 6 এপ্রিল ঝালদা শহরের বৈষ্ণব পাড়া এলাকার নিজের বাড়ি থেকে নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । ঘটনাস্থল থেকে মেলে একটি সুইসাইড নোটও । এরপরই এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট ৷

এই বিষয়ে নিহত নিরঞ্জন বৈষ্ণবের বৌদি পবিতা বৈষ্ণব বলেন, " সিবিআই ফোনটা নিয়ে গিয়েছে ৷ এবার জানা যাবে তাঁকে হুমকি দিয়ে কেউ ফোন করেছিল কি না ৷ কারা সেদিন ফোন করেছিল ৷"
আরও পড়ুন : Jhalda Murder Eyewitness Death : তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার, সুইসাইড নোটে মানসিক অবসাদের কথা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.