ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে জনসংযোগে জোর, অস্থায়ী কার্যালয়ে মন্ত্রী শান্তিরাম মাহাতো

author img

By

Published : Oct 20, 2020, 4:26 PM IST

minister-shantiram-mahato-visit-local-people-after-long-time-isolation
কোরোনা পরিস্থিতিতে জনসংযোগে জোর, অস্থায়ী কার্যালয় মন্ত্রী শান্তিরাম মাহাতো

কোভিড পরিস্থিতিতে একদিকে যেমন স্বাস্থ্য়বিধি মানাটা খুবই জরুরি ৷ অন্য়দিকে, জনসংযোগ বজায় রাখাটাও সমানভাবে দরকার ৷ তবে, বাইরে প্য়ান্ডেল খাটিয়ে কেন জনসংযোগ করছেন তিনি?

পুরুলিয়া, 19 অক্টবর : কোরোনা আবহে টানা গৃহবন্দী থাকার পর ফের জনসমক্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো ৷ শারীরিক অসুস্থার কারণে গৃহবন্দী ছিলেন তিনি ৷ তাই স্বাস্থ্য়বিধি মানতে গিয়ে জনসংযোগ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন মন্ত্রী ৷ তাই আবারও জনসংযোগ স্থাপন করতে এবার রাস্তায় নামলেন শান্তিরাম মাহাতো ৷ পুরুলিয়ায় জেলায় রাস্তার ধারে অস্থায়ী প্য়ান্ডেল খাটিয়ে এই জনসংযোগ শুরু করেছেন তিনি ৷

মুখে মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করছেন শান্তিরাম মাহাতো ৷ দু’বেলা নিয়ম করে তিনি সবার সঙ্গে দেখা করছেন ৷ তবে, নিজেই নন, তাঁর সঙ্গে যাঁরা দেখা করতে আসছেন তাঁদেরও মাস্ক পড়া বাধ্য়তামূলক করেছেন মন্ত্রী ৷ কার কী সমস্যা, অভাব, অভিযোগ সব শুনছেন তিনি ৷ বহুদিন পর সরাসরি জনসংযোগ করতে পেরে খুশি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী ৷ তবে, কোরোনা সংক্রমণ না কমায় সাবধানতা বজায় রাখতে অস্থায়ী প্য়ান্ডেল খাটিয়ে, সেখানে বাঁশের ব্য়ারিকেড দিয়ে রেখেছেন তিনি ৷ দূর থেকেই সবার সঙ্গে কথা বলছেন ৷

কোরোনা পরিস্থিতিতে জনসংযোগে জোর, অস্থায়ী কার্যালয় মন্ত্রী শান্তিরাম মাহাতো

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, কোভিড পরিস্থিতিতে একদিকে যেমন স্বাস্থ্য়বিধি মানাটা খুবই জরুরি ৷ অন্য়দিকে, জনসংযোগ বজায় রাখাটাও সমানভাবে দরকার ৷ তবে, বাইরে প্য়ান্ডেল খাটিয়ে কেন জনসংযোগ করছেন তিনি? এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বদ্ধ ঘরে সবার সঙ্গে দেখা করলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বাড়তে পারে ৷ তাই মানুষের অভাব, অভিযোগ শোনার জন্য় খোলা জায়গায় প্য়ান্ডেল বানিয়ে অস্থায়ী অফিস তৈরি করা হয়েছে ৷

কোরোনা পরিস্থিতিতে জনসংযোগে জোর, অস্থায়ী কার্যালয় মন্ত্রী শান্তিরাম মাহাতো

তবে, শুধুই জনসংযোগই তাঁর উদ্দেশ্য় তা একেবারেই নয় বলে মত রাজনৈতিক মহলের ৷ বছর ঘুরলেই বিধানসভা ভোট রাজ্য়ে ৷ ফলে কোরোনা আবহে রাজ্যের পশ্চিমাঞ্চলের মানুষ কী অবস্থায় আছেন তা জানতেই এই কর্মসূচি বলে মত অধিকাংশের ৷ এতে যেমন জনসংযোগও হবে, তেমনি রাজ্যের পশ্চিম প্রান্তের মানুষের শাসকদলের প্রতি কী মনোভাব তাও বোঝা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.