ETV Bharat / state

Maoist Poster Recovered: পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উদ্ধার মাওবাদী পোস্টার, চাঞ্চল্য পুরুলিয়ায়

author img

By

Published : Jun 14, 2023, 9:51 AM IST

Maoist Poster
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মাওবাদী পোস্টার উদ্ধার

উদ্ধার হওয়া পোস্টারে বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক ও বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ককে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ।

পুরুলিয়া, 14 জুন: পঞ্চায়েত নির্বাচনের মুখে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য বলরামপুরে। মঙ্গলবার রাতে পুরুলিয়ার বলরামপুর থানা এলাকার বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের উপর ডাভা গ্রামের অদূরে মাওবাদীদের নামাঙ্কিত একাধিক পোস্টার উদ্ধার হয়। সাদা কাগজের উপর লাল কালিতে প্রিন্টেড এবং হাতে লেখা ওই পোস্টারগুলি ৷ তাতে বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো ও বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ।

পোস্টারের নীচে মোবাইল নম্বর-সহ কুমুদ রঞ্জন চৌধুরীর নাম লেখা রয়েছে। প্রথমে এলাকাবাসীরা ওই মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পোস্টারগুলি উদ্ধার করে। পোস্টারে বিজেপি বিধায়ককে দল ছাড়া হুমকি দেওয়া হয়। তৃণমূলে যোগ না-দিলে সাত দিনের মধ্যে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো বলেন, "পঞ্চায়েত নির্বাচনের আগে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে এক শ্রেণির দুষ্কৃতীরা। কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চাই। প্রশাসনের কাছে আবেদন দুষ্কৃতীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।"

যদিও এই পোস্টার মাওবাদীরা দেওয়া নয় বলেই প্রাথমিকভাবে অভিমত পুরুলিয়া জেলা পুলিশের। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে ব্যাক্তিগত আক্রোশ থেকেই এই কাজ করা হয়েছে। যেভাবে একটি নাম দেওয়া হয়েছে তাতে পুলিশের এই ধারণা আরও স্পষ্ট হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: নেই তৃণমূল, 'উৎসবের মেজাজে' মনোনয়ন জমা চলেছে বিরোধীদের

উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে 2018 সালের এই বলরামপুর বিধানসভা এলাকায় দুই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। এই ডাভা গ্রামেই বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সেবার। এবারও ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে আবার চাঞ্চল্য ছড়িয়েছে বলরামপুরে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.