ETV Bharat / state

Hanging Bodies Recover: দুই মেধাবী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

author img

By

Published : Dec 24, 2022, 11:05 PM IST

পুরুলিয়ায় দুই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য (Youths Hanging Bodies Recover) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Two Youths Hanging Bodies Recover
দুই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

পুরুলিয়া, 24 ডিসেম্বর: দুই মেধাবী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার পুরুলিয়ায় (Hanging Bodies Recover) ৷ দুই যুবক'ই আইটিআই উত্তীর্ণ ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Hanging bodies of two youths recovered) ।

জানা গিয়েছে, মৃত শুভম ঘোষাল (23) পুরুলিয়া থানা এলাকার লাগদা গ্রামের বাসিন্দা ৷ তাঁর বাবা অশোক ঘোষাল বাড়ি বাড়ি জিনিস বিক্রি করেন ৷ আর্থিক কষ্টের মধ্যে থেকেই পড়াশোনা করেছেন শুভম ৷ ইদানিংকালে চাকরির পরীক্ষা দিচ্ছিলেন তিনি ৷ কিন্তু বেশ কয়েকটি পরীক্ষায় সফল হতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন ৷ তার থেকেই এই ঘটনা ঘটাতে পারেন বলে অনুমান পুলিশের ৷

আরও পড়ুন: স্বামীর অস্বাভাবিক মৃত্যু, আটক স্ত্রী

অপর দিকে শনিবার সকালেই পুরুলিয়ার কেন্দা পারবাইদ গ্রামের পুকুর পাড় থেকে শচীন কুমার মুর্মু (24) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বাড়ির লোক দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ শচীন আইটিআই পাশ করে টাটাতে কাজ করত বলে জানা গিয়েছে । তবে প্রেমজনিত কারণে শচীন আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের । দু’টি দেহই শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.