ETV Bharat / state

Arsha Health Center: আড়ষা স্বাস্থ্যকেন্দ্র চালুর দাবিতে বিক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি স্থানীয়দের

author img

By

Published : Jun 25, 2022, 12:42 PM IST

আড়ষা স্বাস্থ্য কেন্দ্র চালুর দাবিতে বিক্ষোভ ব্লকের চারটি গ্রামপঞ্চায়েত এলাকার মানুষের (Demonstration in Demand to open Arsha Health Center in Purulia) ৷ পুরুলিয়ার জেলাশাসককে স্মারকলিপি জমা দিলেন তাঁরা ৷ অভিযোগ গত 3 বছর ধরে স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ে আছে ৷ জেলা স্বাস্থ্য দফতরকে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ৷

Demonstration to Demand The Opening of Arsha Health Center in purulia
Demonstration to Demand The Opening of Arsha Health Center in purulia

পুরুলিয়া, 25 জুন: গত তিনবছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পুরুলিয়া জেলার আড়ষা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ৷ তিন বছর আগেও নিয়মিত ইনডোর এবং আউটডোর পরিষেবা চালু ছিল ৷ থাকত চিকিৎসক এবং নার্স ৷ এমনকি রোগী ভর্তির জন্য 10টি শয্যাও ছিল সেখানে ৷ অভিযোগ, বর্তমানে সেই স্বাস্থ্যকেন্দ্র হানাবাড়ির চেহারা নিয়েছে ৷ রোগীদের জন্য স্বাস্থ্যকেন্দ্রে থাকা শয্যাগুলি অযত্নে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে ৷ এই অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় চালু করতে প্রশাসনের কাছে আবেদন করেও কোনও ফল হয়নি বলে অভিযোগ ৷ ফলে এবার ওই এলাকার চারটি গ্রামপঞ্চায়েতের বাসিন্দারা পুরুলিয়া জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল (Demonstration in Demand to open Arsha Health Center in Purulia) ৷

চারটি পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ আড়ষা স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ স্বাস্থ্যকেন্দ্রটিকে বাঁচাতে একটি কমিটিও গঠন করেছেন আড়ষা এলাকার মানুষজন ৷ এদিন সেই কমিটির তরফে পুরুলিয়া শহরের জুবলি ময়দান থেকে জেলাশাসকের দফতর পর্যন্ত মিছিল করেন কয়েকহাজার লোক ৷ স্বাস্থ্যকেন্দ্রটি পুনরুজ্জীবিত করার দাবিতে পোস্টার হাতে সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেয় ৷ জুবলি ময়দান থেকে পোস্ট অফিস মোড় ও হাটের মোড় হয়ে জেলাশাসকের দফতরে যান তাঁরা ৷

আড়ষা স্বাস্থ্য কেন্দ্র চালুর দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন: Worker Agitation : 100 দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে আন্দোলন

আন্দোলনকারীদের অভিযোগ আড়ষার প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষকে চিকিৎসার জন্য প্রায় 47 কিলোমিটার পথ পেরিয়ে পুরুলিয়ার সদর হাসপাতাল যেতে হয় ৷ কিন্তু একাধিকবার আবেদন করা সত্ত্বেও আড়ষা স্বাস্থ্যকেন্দ্রটিকে পুনরায় শুরু করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা ৷

এ নিয়ে আড়ষা ব্লক উন্নয়ণ আধিকারিক শঙ্খ ঘটক ওই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ভেঙে পড়ার কথা স্বীকার করে নিয়েছেন ৷ এ নিয়ে জেলা স্বাস্থ্য দফতরকে ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেছেন বলে জানান তিনি ৷ তবে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.