ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : তপন কান্দু হত্যার তদন্তভার নিতে ঝালদা থানায় পৌঁছল সিবিআই

author img

By

Published : Apr 6, 2022, 10:24 PM IST

Updated : Apr 6, 2022, 10:41 PM IST

বুধবার রাত সাড়ে 9টা নাগাদ ঝালদা থানায় এসে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল (CBI team reached Jhalda to take over Tapan Kandu murder investigation) ৷ গত 13 মার্চ ত্রিশঙ্কু ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ৷ ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্তের জন্য হাইকোর্টে সিবিআই চেয়ে আবেদন করেছিলেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷

Jhalda Councillor Murder Case
তপন কান্দু হত্যার তদন্তভার নিতে ঝালদা থানায় পৌঁছল সিবিআই

ঝালদা, 6 এপ্রিল : হাইকোর্টের নির্দেশের 48 ঘণ্টারও বেশি সময় পর নিহত তপন কান্দু হত্যার তদন্তভার নিতে ঝালদা পৌঁছল সিবিআই ৷ বুধবার রাত সাড়ে 9টা নাগাদ ঝালদা থানায় এসে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল (CBI team reached Jhalda to take over Tapan Kandu murder investigation) ৷ গত 13 মার্চ ত্রিশঙ্কু ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ৷ স্বামীর হত্যার তদন্তে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দলে আস্থা ছিল না ৷ ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত চেয়ে তাই হাইকোর্টে সিবিআই'য়ের আবেদন করেছিলেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷

পরিপ্রেক্ষিতে সোমবার সিটের হাত থেকে নিয়ে তদন্তভার সিবিআই'য়ের হাতে সমর্পণ করে হাইকোর্ট ৷ কিন্তু সেই নির্দেশের পর ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও সিবিআই'য়ের টিম না এসে পৌঁছনোয় উঠছিল প্রশ্ন ৷ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান-সহ সিটের উচ্চপদস্থ আধিকারিকরা ঝালদা থানায় এসে পৌঁছন ৷ যদিও সন্ধ্যা সাতটার পরে একে একে সকলেই বেরিয়ে যান । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "সিবিআইয়ের তরফে মেল পেয়েছি ৷ তার উত্তরও দিয়েছি ।" তবে তাঁরা কখন আসবেন সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি ।

তবে নিহত কাউন্সিলরের স্ত্রী'য়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বুধবার তদন্তভার গ্রহণ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেইমতো এদিন রাতে ঝালদা থানায় এসে পৌঁছন সিবিআই প্রতিনিধিরা ৷ যদিও বুধবার সকালেই তপন কান্দুর বন্ধু তথা হত্যা ঘটনার প্রত্যক্ষদর্শী সেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণবের দেহ উদ্ধার তদন্তে আলাদা মাত্রা যোগ করে ৷ তপন কান্দু খুনের সময় তিনি কাউন্সিলরের সঙ্গেই ছিলেন । তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ৷ যেখানে তাঁর নামে স্বাক্ষর করা রয়েছে ৷

আরও পড়ুন : তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার, সুইসাইড নোটে মানসিক অবসাদের কথা

সেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণব সুইসাইড নোটে তাঁর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেছেন ৷ নোটে তিনি লিখেছেন, "যেদিন থেকে তপনের মৃত্যু হয়, সেদিন থেকে আমি মানসিক অবসাদে ভুগছি ৷ যে দৃশ্যটি দেখেছি তা মাথা থেকে কোনওরকম বার হচ্ছে না ৷ ফলে রাত্রে ঘুম হচ্ছে না, খেতে মন যাচ্ছে না ৷ শুধু ঐ ঘটনাটাই মনের মধ্যে ঘোরাফেরা করছে ৷" তপন কান্দুর স্ত্রী জানান, সিবিআই সঠিক সময়ে পৌঁছলে হয়তো ওঁকে (নিরঞ্জন বৈষ্ণব) মরতে হত না ৷

Last Updated : Apr 6, 2022, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.