ETV Bharat / state

শুভেন্দু কখনোই বিশ্বাসঘাতক নয়, স্পষ্ট করলেন দিব্যেন্দু

author img

By

Published : Mar 14, 2021, 4:17 PM IST

শুভেন্দু অধিকারী কোনওদিন নন্দীগ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি ৷ আজ নন্দীগ্রাম দিবসের কর্মসূচিতে এসে এমনটাই বললেন দিব্যেন্দু অধিকারী ৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
দিব্যেন্দু অধিকারী

নন্দীগ্রাম, 14 মার্চ : সোনাচূড়ার শহিদ বেদীতে মাল্যদান করলেন দিব্যেন্দু অধিকারী ৷ জানিয়ে গেলন, শুভেন্দু কোনওদিন নন্দীগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি ৷ করবেনও না ৷

আজ নন্দীগ্রাম দিবসের সকালে থেকেই সোনাচূড়া শহিদ বেদী চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল ৷ যেখানে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই শহিদদের শ্রদ্ধা জানাতে একটি সভা ছিল তৃণমূলেরও ৷ তৃণমূল নেতা ব্রাত্য বসুও সেখানে এসেছিলেন ৷ কিন্তু সবকিছুকে ছাপিয়ে আজ নজর ছিল অধিকারীদের দিকে ৷

আজ সকালে যখন ব্রাত্য বসু তৃণমূলের সভায় আসছিলেন, তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়দের অনেকে ৷ সেই বিষয়ে আজ দিব্যেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি তখন ছিলাম না ৷ বিষয়টি জানিও না ৷ খবর নিয়ে দেখব ৷"

শুভেন্দু অধিকারী কখনও নন্দীগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন না, বললেন দিব্যেন্দু

আরও পড়ুন : অ্যাকোরিয়ামের রঙিন মাছে ভোটের উত্তাপ খুঁজছে বাঙালি

পাশাপাশি, দিব্যেন্দু এও বলেন, নন্দীগ্রাম দিবসকে নিয়ে যাঁরা রাজনীতি করছেন, তাঁরা করছেন ৷ তবে দিব্য়েন্দুবাবুরা এখানে প্রতিবছরই আসেন ৷ অর্থাৎ, নন্দীগ্রাম দিবস নিয়ে যে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তা তিনি স্পষ্ট করে দেন ৷ তবে এই ফায়দা কে বা কারা তুলছেন, সে বিষয়ে কোনও আলোকপাত তিনি করেননি ৷

শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর থেকে বিভিন্ন সময়ে শাসকদলের অভিযোগ এসেছিল, শুভেন্দু "বিশ্বাসঘাতক" ৷ সেই অভিযোগও আজ কার্যত নস্যাৎ করে দেন দিব্যেন্দু ৷ বলে দিলেন, "শুভেন্দু কোনওদিন নন্দীগ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি ৷ আগামীদিনেও করবেন না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.