ETV Bharat / state

Prabhat Kumar College Controversy: কলেজ ছাত্রীদের মদ্যপান করানোর অভিযোগ তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে, শিরোনামে কাঁথির কলেজ

author img

By

Published : Mar 5, 2023, 7:50 PM IST

Prabhat Kumar College Controversy ETV BHARAT
Prabhat Kumar College Controversy

তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে কলেজের ছাত্রীদের মদ্যপান করানোর অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে কাঁথি প্রভাতকুমার কলেজে (Prabhat Kumar College Controversy) ৷

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 5 মার্চ: খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুরের কাঁথি প্রভাতকুমার কলেজ ৷ অভিযোগ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগের রাতে কাঁথি প্রভাতকুমার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সহ-সভাপতি মাধব মণ্ডল ছাত্রীদের মদ্যপান করিয়েছেন ৷ সেই মুহূর্তের কিছু ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি) ৷ তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক ৷

ঐতিহাসিক প্রভাতকুমার কলেজের সঙ্গে বহু স্বাধীনতা সংগ্রামী থেকে সমাজের বিভিন্ন স্তরের নামী ব্যক্তিত্বদের নাম জড়িয়ে আছে ৷ যাঁরা কলেজের সুনাম বৃদ্ধি করেছেন নানা ক্ষেত্রে ৷ তাঁদের মধ্যে অনেক বিশিষ্ট ক্রীড়াবিদও রয়েছেন ৷ কিন্তু এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক ৷ অনেকে অভিযোগ করেছেন, কলেজে অপসংস্কৃতির জন্ম দিচ্ছে তৃণমূল ৷ বামেরা মদ্যপানের ভিডিয়ো বিতর্কে তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ৷

শুক্রবার কাঁথি প্রভাত কুমার কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল ৷ ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ৷ ছিলেন এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতি-সহ অন্যান্যরা ৷ ওইদিন রাতেই ভিডিয়োটি ভাইরাল হয় ৷ সেখানে দেখা যায় কলেজের ছাত্রীরা মদ্যপ অবস্থায় রয়েছেন এবং তাঁদের পাশেই রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতা ৷ যিনি মদ্যপ ওই ছাত্রীকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করছেন (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি)

এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র নেতা মাধব মণ্ডলের বিরুদ্ধে ৷ তাঁকে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতির পাশেও দেখা গিয়েছে বলে দাবি করেছে বিরোধীরা ৷ তৃণমূলের বিধায়কদের পাশে দাঁড়ানো ছাত্র নেতার এই আচরণের শাস্তি দিতে হবে বলে, দাবি করেছে বিজেপি ও বামেরা ৷

আরও পড়ুন: ভূতের ভোটে জিতে বিধানসভাতে গিয়েছেন শুভেন্দু, কটাক্ষ তৃণমূল ছাত্র পরিষদ নেতার

কাঁথি প্রভাতকুমার কলেজের অধ্যক্ষ অমিত কুমার দে বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই ৷ খোঁজখবর নিয়ে দেখব ৷ অভিযোদের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে ৷’’ অন্যদিকে, কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি-সহ সভাপতি অসীম মিশ্র অভিযোগ করেছেন, ‘‘কলেজ ক্যাম্পাসগুলিকে তৃণমূল সমাজবিরোধী ও নেশা গ্রস্তদের আখড়া বানিয়েছে ৷ বহিরাগতরা সাধারণ ছাত্র-ছাত্রীদের নেশা করতে উৎসাহিত করছে ৷’’ যদিও এইসব বিষয় অস্বীকার করেছেন জেলা যুব তৃণমূলের সভাপতি তথা কাঁথি প্রভাতকুমার কলেজের সভাপতি সুপ্রকাশ গিরি ৷ তিনি দাবি করেছেন, এই ঘটনায় কাঁথি প্রভাতকুমার কলেজ কোনওভাবে জড়িত নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.