ETV Bharat / state

পালপাড়া কলেজে ABVP-TMCP সংঘর্ষ, আহত 7

author img

By

Published : Jul 17, 2019, 8:34 PM IST

Updated : Jul 18, 2019, 5:21 AM IST

বর্তমানে পালপাড়া কলেজে ছাত্র সংসদ রয়েছে তৃণমূলের দখলে । কয়েক দিন আগে কলেজে ইউনিট গঠন করে ABVP-র সদস্যরা । এই নিয়ে আজ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । বচসা ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয় । জখম হন উভয়পক্ষের মোট 7 জন ।

পটাশপুর কলেজে ABVP-TMCP সংঘর্ষ

পটাশপুর, 17 জুলাই : ABVP-TMCP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পালপাড়া যোগদা সৎসঙ্গ কলেজ । এর জেরে জখম হন মোট 7 জন ।

বর্তমানে পালপাড়া কলেজে ছাত্র সংসদ রয়েছে তৃণমূলের দখলে । কয়েকদিন আগে কলেজে ইউনিট গঠন করে ABVP-র সদস্যরা । এই নিয়ে আজ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । বচসা ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয় । অভিযোগ, পটাশপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা আহাদ আলির নেতৃত্বে বহিরাগতরা ABVP ছাত্রদের উপর হামলা চালায় । দোকান ভাঙচুর করা হয় । এই ঘটনায় জখম হন উভয়পক্ষের মোট 7 জন ।

ভিডিয়োয় শুনুন দিলীপ পাত্র ও কনিষ্ক পণ্ডার বক্তব্য

ABVP সংগঠনের সদস্য দিলীপ পাত্র বলেন , কয়েকদিন আগেই কলেজে সংগঠনের তরফে ABVP-র একটি ইউনিট খোলা হয়েছিল । আজ সকালে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও বেশ কিছু বহিরাগত তৃণমূল কর্মী কলেজের ভিতর ঢুকে আমাদের মারধর করে ।" অপরদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা বলেন, "আজ হঠাৎ ABVP-র কিছু বহিরাগত কর্মী কলেজের মধ্যে ঢুকে ভাঙচুর চালায় । BJP শিক্ষাক্ষেত্রে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে ।"

Intro:পটাশপুর: ১৭ জুলাই-এবিভিপি-টিএমসিপি ছাত্রদের মধ্যে সংঘর্ষ।আর জেরে বুধবার দুপুরে উত্তাল হল পটাশপুরের পালপাড়া যোগদা সৎসঙ্গ কলেজ।এই ঘটনায় উভয়পক্ষের মোট ৭ জন আহত হয়েছে।গুরুতর আহত এবিভিপি ইউনিটের অনিরুদ্ধ মিশ্র, দিলীপ বাঁকুড়া,স্বপন বাঁকুড়া,সুখেন্দু সাহু,সুন্দর মাইতিদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ভগবানপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং গোনাড়া প্রাথমিক স্বাস্থকেন্দ্রে।


Body:অভিযোগ পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা আহাদ আলীর নেতৃত্বে বহিরাগতরা বাঁশ, লোহার রড,ধারালো অস্ত্র নিয়ে নৃশংস ভাবে এবিভিপি ছাত্রদের ওপর হামলা চালায়।এমনটাই অভিযোগ এবিভিপি ছাত্রদের তরফে।এই ঘটনার পরই পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করে।টিএমসিপি-এবিভিপি দুই গোষ্ঠীর মধ্যে বেঁধে যায় সংঘর্ষ। ছাত্রদের কলেজের সামনে লাঠি হাতে দাপাদাপি করতে দেখা যায়।ভাঙচুর চালানো হয় দোকানেও।পালপাড়া কলেজে ছাত্র সংসদ রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের হাতে।কিছুদিন আগে কলেজে এবিভিপি ইউনিট গঠন করেছিল।তারপর থেকেই চড়ছিল পারদ।সেই ঘটনাক্রম থেকেই আজকের ঘটনার সূচনা বলছেন স্থানীয়রা।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এভিবিপি।


Conclusion:কলেজ ছাত্র তথা এবিভিপি সংগঠনের সদস্য দিলীপ পাত্র জানিয়েছেন, কিছুদিন আগেই কলেজে সংগঠনের তরফে একটি ইউনিট খোলা হয়েছিল। এরপরই প্রতিনিয়ত আমরা কলেজে ছাত্র সংগঠন বাড়ানোর লক্ষ্যে কাজ করতাম। আজকে আমরা সংখ্যায় অনেক কম জন ছিলাম। যে কারণে তৃনমূল ছাত্র পরিষদের কিছু ছাত্র ও বেশকিছু বহিরাগত তৃণমূল কর্মী কলেজ এর ভেতরে এসে আমাদের মারধর করে। আমরা অনেকেই আহত হই। হাসপাতালে চিকিৎসা করানোর পরে থানায় অভিযোগ জানানো হবে।

অপরদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা কনিষ্ক পন্ডা বলেন, কলেজের মধ্যে আমাদের সংগঠনের ছাত্ররা উপস্থিত ছিল। হঠাৎই বিজেপি তথা এ বি ভি পি'র কিছু বহিরাগত কর্মী কলেজের মধ্যে ঢুকে ভাঙচুর চালায় কলেজের আসবাবপত্র। প্রতিবাদ আমাদের ছাত্র নেতারা করতেই বহিরাগতরা আমাদের ছাত্রদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে। বর্তমানে বিজেপি শিক্ষাঙ্গণে এই নোংরা রাজনীতি আমদানি করার চেষ্টা করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
Last Updated : Jul 18, 2019, 5:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.