ETV Bharat / state

ভগবানপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আক্রান্ত পুলিশ

author img

By

Published : May 26, 2020, 5:22 PM IST

vagbanpur
বোমাবাজি

এলাকার দুই তৃণমূল নেতা বাবুলাল ও আজিমুলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে । লুটপাট, মারধরের পাশাপাশি বোমাবাজিও চলে । বোমাবাজির খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ ঘটনাস্থানে গেলে তাদের উপরও হামলা চাালনো হয় বলে অভিযোগ।

ভগবানপুর 26 মে : ভগবানপুর থানার লালপুরে এলাকা দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । বোমাবাজিও চলে । এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে ।

এলাকার দুই তৃণমূল নেতা বাবুলাল ও আজিমুলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে । লুটপাট, মারধরের পাশাপাশি বোমাবাজিও চলে ।বোমাবাজির খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ ঘটনাস্থানে গেলে তাদের উপর দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। এক পুলিশ আধিকারিক সহ দু'জন আক্রান্ত হন । তাঁদের ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।

এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও RAF । এগরা মহকুমার পুলিশ আধিকারিক আখতার আলি বলেন," ভগবানপুরের বাবুলাল ও আজিমুলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে নিয়ে বোমাবাজি হয়। পুলিশ ঘটনাস্থানে গেলে তাদের উপর হামলা চালানো হয় । ঘটনাস্থানে এক পুলিশ আধিকারিক সহ আরও দু'জন আহত হয়েছেন ।"

ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, "গতকাল লালপুরে একটু গন্ডগোল হয়েছিল । এই গন্ডগোল বহু পুরানো । আমরা মেটানোর চেষ্টা করেছিলাম । কিন্তু আবার গন্ডগোল শুরু হয়েছে । যত তাড়াতাড়ি এই গন্ডগোল মেটানোর চেষ্টা করব। তবে পুলিশ বাবুলালকে গ্রেপ্তার করেছে ।"

BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান বলেন, "কোরোনার জন্য কেন্দ্রের বরাদ্দ রেশন সামগ্রী চুরি ও আমফান ঘূর্ণিঝড়ে গাছ চুরির জন্য তৃণমূলের লোকেরা নিজেদের মধ্যে মারপিট, বোমাবাজি করছে। তৃণমূলের জন্মলগ্ন থেকে চুরি নিয়ে গোষ্ঠীকোন্দল হয়ে থাকে । এই বিষয়ে আমি আর বেশি কিছু বলব না।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.