ETV Bharat / state

Panchayat Elections 2023: পৌরসভার ভোটে শাসকদলের হয়ে ছাপ্পার কথা স্বীকার তৃণমূল ক্যাডারের, ভাইরাল পোস্ট শুভেন্দুর

author img

By

Published : Jul 3, 2023, 10:54 PM IST

পৌরসভার ভোটে মেলেনি টিকিট ৷ তাই এবার নির্দল প্রর্থীকে সমর্থন করছেন এক সময়ের দাপুটে তৃণমূল ক্যাডার এনসার আলি খান ৷ অতীতে কাঁথি পৌরসভা ভোটের সময়ে বুথ দখল করে ছাপ্পা ভোট দিয়ে ছিলেন বলেও স্বীকার করেছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো ৷

Etv Bharat
Etv Bharat

পূর্ব মেদিনীপুর, 3 জুলাই: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি ৷ তারমধ্যে প্রকাশ্য়ে শাসক দলের এক সময়ের দাপুটে ক্যাডার এনসার আলী খানের কর্মকাণ্ড ৷ অতীতে তৃণমূলের হয়ে বুথ দখল করে ছাপ্পা মেরার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ তিনি নিজের মুখে তা স্বীকারও করেছেন ৷ সম্প্রিত সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ইতিমধ্যেই শুভেন্দুর করা এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷

শুভেন্দুর পোস্টে দেখা গিয়েছে, এনসার আলী খান দাবি করেছন, তিনি কাঁথি পৌরসভা ভোটের সময় 35-40 জন সঙ্গী নিয়ে বুথ দখল করে ছাপ্পা দিয়েছেন ৷ হাঠাৎ কেন সোশাল মিডিয়ায় এই স্বীকারোক্তি তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেতে শুরু করেছে ৷ জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়াতে চেয়েছিলেন এনসার আলী খান ওরফে গঁড়ু ৷ কিন্তু দলের পক্ষে থেকে তাঁকে টিকিট দেওয়া হয়নি ৷ তাই এক প্রকার দলের উপর চটেছেন এই দাপুটে ক্যাডার ৷ তিনি এবার নির্দলকে সমর্থন করেবন ৷

এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এরা দলের মধ্যে থেকেই গদ্দারদের সঙ্গে হাত মিলিয়েছে ৷ তাই টিকিট পায়নি ৷ ন্যায্য কারণেই টিকিট দেওয়া হয়নি ৷ "

দলের এই কাজে এনামূল ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিভিন্ন সময় তৃণমূল দল তাঁকে প্রতিনিয়ত বুথ দখল ছাপ্পা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন গুন্ডাগর্দি কাজে ব্যবহার করেছে । তার বিনিময়ে কিছুই দেয়নি। কিন্তু টিকিট না দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে নির্দলকে সমর্থন করায় এখন জুটেছে পুলিশের হয়রানি । এরা সব সময় বেআইনি কাজে ব্যবহার করেছে আমাকে । তাই এবার নির্দল প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ফের পঞ্চায়েত ভোটে বুথে বুথে দখল করে ছাপ্পা দেওয়ার কাজ করার জন্য ভীষণভাবে চাপ দিচ্ছে । আর তাতে আমি রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে ।"

আরও পড়ুন: তমলুকে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে জটিলতা, আদালতে যাওয়ার হুমকি বিজেপির

প্রসঙ্গত, কাঁথি পৌরসভার ছাপ্পা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার অভিযোগ করেছেন । এই নিয়ে হাইকোর্টে মামলাও করেন । এনামূলের বিবৃতির পর তা আরও জোরালো হল মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.