ETV Bharat / state

Bhupati Nagar TMC-BJP Clash : শুভেন্দুর কর্মসূচি ঘিরে উত্তপ্ত ভূপতিনগর, তৃণমূল-বিজেপি হাতাহাতি

author img

By

Published : May 21, 2022, 2:02 PM IST

Updated : May 21, 2022, 2:25 PM IST

bhupatinagal clash between tmc and bjp
শুভেন্দুর কর্মসূচি ঘিরে উত্তপ্ত ভূপতিনগর

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি (BJP Protest Rally at Bhupati Nagar) ৷

কাঁথি, 21 মে : বিজেপির ঘরছাড়া কর্মী-সমর্থকদের ঘরে ফেরাতে আন্দলোনে নামার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি ৷ বিজেপির থানা ঘেরাওয়ের এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল শুভেন্দু অধিকারীর ৷ শুভেন্দু এদিন সেখানে পৌঁছনোর আগেই উত্তেজনা ছড়ায় ভূপতিনগর থানার মাধাখালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা (Bhupati Nagar TMC-BJP Clash) ৷ স্লোগান ও পাল্টা স্লোগান চলতে থাকে ৷ ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে ভূপতিনগর থানার বিশাল পুলিশবাহিনী । উত্তেজনা আরও বাড়লে নামানো হয় র‍্যাফ । জানা গিয়েছে, বিজেপি কর্মী সমর্থকদের মিছিল থেকে এদিন স্লোগান ওঠে 'চোর চোর চোট্টা, অভিষেকের পিসিটা' । এই শ্লোগানের পরেই উত্তেজনা ছড়ায় এলাকায় ৷

শুভেন্দুর কর্মসূচি ঘিরে উত্তপ্ত ভূপতিনগর

আরও পড়ুন : আজ নিজাম প্যালেসে ফের সিবিআইয়ের সামনাসামনি পরেশ অধিকারী

পরে ঘটনাস্থলে পৌঁছে শুভেন্দু অধিকারী বলেন, "এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে । একদিন বাড়িতে থাকার পর বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ তাড়িয়ে দিয়েছে । মমতার পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে । আমরা আদালতে যাব । আগামী দিনে এখানকার বিধায়ক থেকে বিজেপি জেলা সভাপতিদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

Last Updated :May 21, 2022, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.