ETV Bharat / state

Road Accident at Mahishadal : মহিষাদলে স্কুলে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু ছাত্রীর

author img

By

Published : Feb 19, 2022, 4:10 PM IST

মহিষাদল গার্লস কলেজের সামনে লরির ধাক্কায় মৃত্যু এক স্কুল ছাত্রীর (Student Death in Road Accident in Mahishadal) ৷ সকালে স্কুল যাওয়ার সময় লরিটি তার সাইকেল ধাক্কা মারে ৷ তার জেরে রাস্তায় ছিটকে পড়ে যায় সায়ন্তি নামে ওই স্কুল ছাত্রী ৷

Student Death in Road Accident in Mahishadal
Student Death in Road Accident in Mahishadal

মহিষাদল, 19 ফেব্রুয়ারি : স্কুল যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রীর (Student Death in Road Accident in Mahishadal) ৷ পূর্ব মেদিনীপুরের মহিষাদল-গেঁওখালি রাজ্য সড়কে মহিষাদল গার্লস কলেজের সামনে ঘটনাটি ঘটেছে ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, সাইকেলে করে স্কুলে যাওয়ার সময় একটি লরি সায়ন্তী বেরা নামে ওই ছাত্রীকে ধাক্কা মারে ৷ স্থানীয়রা ছাত্রীটিকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার ৷

স্থানীয়দের অভিযোগ, একটি লরি দ্রুত গতিতে এসে ছাত্রীটির সাইকেলে ধাক্কা মারে ৷ ধাক্কা মারার পর বেশ কিছুটা পথ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় লরিটি ৷ আশপাশের লোকজন চিকিৎকার করলেও চালক লরি থামায়নি ৷ এরপর কয়েকজন লোক লরির সামনে দাঁড়িয়ে পড়লে, চালক গাড়ি থামিয়ে সেখান থেকে পালিয়ে যায় ৷ তখন স্থানীয়রা সায়ন্তীকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Burdwan Road Accident : দুর্ঘটনার জেরে মাঝ পুকুরে গাড়ি, স্থানীয়দের তৎরপতায় প্রাণরক্ষা 5 সওয়ারির

এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহিষাদল-গেঁওখালি রাজ্য সড়ক অবরোধ করেন ৷ তাঁদের দাবি, সকাল 9টা থেকে বেলা সাড়ে 11টা পর্যন্ত রাজ্য সড়কে চলাচলকারী সব গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে পুলিশ প্রশাসনকে ৷ কারণ ওই সময় পড়ুয়ারা স্কুল-কলেজে যায় ৷ রাস্তায় তাদের নিরাপত্তার সুনিশ্চিত করতে বলা হয়েছে ৷ এই বিক্ষোভের জেরে রাজ্য সড়কের উপর যানজট তৈরি হয় ৷ বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত লরির চালককে গ্রেফতার করে শাস্তি দিতে হবে ৷ এই ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক লরিটিতে ভাঙচুরও করে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.