ETV Bharat / state

Soumendu Adhikari: 'জিজ্ঞাসাবাদের নামে বসিয়ে রাখা হচ্ছে', সাত ঘন্টা পুলিশি জেরার পর বিস্ফোরক সৌমেন্দু

author img

By

Published : Oct 10, 2022, 10:44 PM IST

Updated : Oct 10, 2022, 11:02 PM IST

দীর্ঘ সাত ঘণ্টা সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। কাঁথি পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাইকে সোমবার ফের জিজ্ঞাসাবাদ শুরু করে কাঁথি থানার পুলিশ।

Soumendu Adhikari
সাত ঘন্টা পুলিশি জিজ্ঞেসাবাদের পর বাইরে এসে বিস্ফোরক সৌমেন্দু

কাঁথি, 10 অক্টোবর: কাঁথি পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) সোমবার ফের জিজ্ঞাসাবাদ শুরু করে কাঁথি থানার পুলিশ। দীর্ঘ সাত ঘণ্টা সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর।

  • 2019 বিশ্বকাপ ক্রিকেট দেখার জন্য লন্ডনে পাড়ি দিয়েছিল সৌমেন্দু, যে কারণে 18 লক্ষ টাকা খরচ করেছিলেন তৎকালীন পৌরপ্রধান। পাশাপাশি একজন জনপ্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট দফতরের অনুমতি না-নিয়েই তিনি বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন বলে উঠে এসেছে জেরায় ৷ জন প্রতিনিধি হিসেবে বাকি যারা এই সফরে সৌমেন্দুর সঙ্গী হয়েছিলেন তাঁদেরকেও প্রয়োজনে তলব করা হতে পারে।
  • সারদার 60 লক্ষ টাকা প্রজেক্টের কাগজপত্র দেওয়া হয়েছিল কাঁথি পৌরসভাকে। সেখানে সৌমেন্দু অধিকারীর নামে স্বাক্ষর করা 40 লক্ষ টাকার নথি থাকলেও বাকি 20 লক্ষ টাকার কোনও মানি রিসিপ্ট নেই। এটা কেন ? তার কোনও সদুত্তর পাওয়া যায়নি সৌমেন্দু অধিকারীর তরফে ৷ বরং, সৌমেন্দু অধিকারী জানিয়েছেন, মানি রিসিপ্ট যেটা পাওয়া গেছে তাতে যে স্বাক্ষর রয়েছে সেটা তাঁর নয়, এমনটাই দাবি করেছেন সৌমেন্দু। সেটাও সিগনেচার এক্সপার্ট দ্বারা খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
  • সারদা কর্তা সুদীপ্ত সেনকে তিনি চিনতেন না বলে সোমবার জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন সৌমেন্দু ৷ এছাড়া লন্ডন যাওয়ার সময় চেয়ারম্যান হিসেবে সাড়ে ছ'হাজার টাকা করে সাম্মানিক ভাতা পেতেন ৷ কিন্তু এককালীন এত মোটা অংকের টাকা কোথা থেকে এলো ? তারও সদুত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন: কোজাগরী পূর্ণিমায় শান্তিকুঞ্জে সুকান্ত, শিশিরকে কটাক্ষ শাসকদলের

আগামী শুক্রবার অর্থাৎ 14 অক্টোবর অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের ডাকা হবে সৌমেন্দু অধিকারীকে। তবে ভিন্ন একটি মামলায়। এদিন জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে সৌমেন্দু অধিকারী বলেন, "সারাদিন জিজ্ঞাসাবাদের নামে আমাকে বসিয়ে রাখা হচ্ছে ৷ বাড়ির খাবার পর্যন্ত খেতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, খবরের কাগজ এবং গল্প বই পর্যন্ত পড়ে সময় কাটাতে দেওয়া হচ্ছে না।"

Last Updated :Oct 10, 2022, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.