ETV Bharat / state

Abhishek Meeting: অভিষেকের সভার দিন কাঁথির একাধিক স্কুলে পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে শুরু রাজনৈতিক তরজা

author img

By

Published : Dec 2, 2022, 8:03 PM IST

Etv Bharat
অভিষেকের সভার দিন কাঁথির একাধিক স্কুলে পরীক্ষা বন্ধের অভিযোগ

কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিন শনিবার একাধিক স্কুলে পরীক্ষা বন্ধের অভিযোগ তুলল বিজেপি(Abhishek Meeting)৷ যদিও এই অভিযোগ সত্যি নয় বলে জানিয়েছেন মন্ত্রী অখিল গিরি ৷

কাঁথি, 2 ডিসেম্বর: রাত পোহালেই কাঁথি পি কে কলেজ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে । সভা শুরুর আগেই বিতর্ক তৈরি হল । শুক্রবার দক্ষিণ কাঁথির বিধায়ক তথা বিজেপি নেতা অরূপ কুমার দাস অভিযোগ করে জানান, সভায় প্রচুর জনসমাগম ও যানজটের আশঙ্কায় শনিবার কাঁথি শহরে একাধিক স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ (Schools in Contai decided to postpone annual exam)। এই নিয়ে অভিভাবকরাও ক্ষুব্ধ ৷

শনিবার কাঁথি প্রভাত কুমার কলেজ মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সভাস্থল থেকে 150 মিটারের মধ্যে কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন স্কুল রয়েছে । এই স্কুলেই বার্ষিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।

কাঁথির একটি স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, "কাঁথি শহরে একাধিক এলাকার মেয়েরা স্কুলে পড়তে আসে । শহরে বড় মাপের সভা হবে বলে শুনেছি । তাই ছাত্রীদের আসতে অসুবিধা হবে বলে পরীক্ষাগুলো বন্ধ করা হয়েছে । তবে নিয়ে বেশি কিছু মন্তব্য করব না ।"

অভিষেকের সভার দিন কাঁথির একাধিক স্কুলে পরীক্ষা বন্ধ নিয়ে শাসক-বিরোধী তরজা

আরও পড়ুন : শান্তিকুঞ্জের পাশেই অভিষেকের সভা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, কাঁথি শহরে এটা নজিরবিহীন ঘটনা । যে কোনও রাজনৈতিক দলের সভার কারণে ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা বন্ধ হবে এটা কোনওদিনও ভাবতে পারিনি । কিন্তু স্কুলের তরফ থেকে স্কুল বন্ধের নোটিশ দিয়েছে ।

যদিও এই সব অভিযোগ নস্যাৎ করে রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন,"সকাল থেকে কোনও মাইক আমরা বাজাচ্ছি না । শহরে কোনও যানজট হবে না । স্কুল কর্তৃপক্ষ চাইলে পরীক্ষা নিতে পারেন । বিরোধী দল অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে ।"

আরও পড়ুন : ডিসেম্বরের শুরুতেই ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ ! শনিতে একে-অপরের গড়ে অভিষেক-শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.