ETV Bharat / state

বিজেপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে 12 ঘণ্টার ধর্মঘট! পথ অবরোধ নন্দীগ্রামে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 5:02 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Indefinite Strike in Nandigram Over BJP Leader Arrest Issue: বিজেপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ নন্দীগ্রামে ৷ সঙ্গে সোনাচূড়ায় 12 ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দেয় বিজেপি ৷ আজ গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ শুরু করেছে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা ৷

বিজেপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ নন্দীগ্রামে

নন্দীগ্রাম, 18 ডিসেম্বর: বিজেপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আন্দোলন নন্দীগ্রামের সোনাচূড়ায় ৷ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে সিদ্ধেশ্বর পাল নামে এক বিজেপি নেতাকে রবিবার গ্রেফতার করে পুলিশ ৷ তারই প্রতিবাদে আজ 12 ঘণ্টার সোনাচূড়া ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি ৷ সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচি নিয়েছে স্থানীয় নেতৃত্ব ৷ আজ সোনাচূড়া বাজারের রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি ৷ সেই সঙ্গে সোনাচূড়া গ্রামে ঢোকার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়েছে ৷

বিজেপির অভিযোগ সিদ্ধেশ্বর পাল নামে তাদের নেতাকে বিনা দোষে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু, অভিযোগ উঠেছে রবিবার প্রদীপ ঘোষ নামে এক তৃণমূল কর্মীকে মারধর করে বিজেপির লোকজন ৷ এই ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় ছিলেন সিদ্ধেশ্বর পাল ৷ তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সিদ্ধেশ্বরকে গ্রেফতার করে ৷ তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের বাজার থেকে প্রদীপ ঘোষ বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় সিদ্ধেশ্বর পাল এবং তাঁর লোকজন প্রদীপ ঘোষকে মারধর করেন ৷ বর্তমানে ওই তৃণমূল কর্মী নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷

তবে, এই ঘটনার সূচনা গত 16 ডিসেম্বর থেকে ৷ সোনাচূড়া তৃণমূল নেতৃত্বের অভিযোগ পঞ্চায়েত এলাকার কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর ও হেনস্তা করে বিজেপির লোকজন ৷ এই ঘটনায় পুলিশে অভিযোগ জানালেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে নন্দীগ্রাম থানার বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ পরে পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ উঠে যায় ৷ কিন্তু, 24 ঘণ্টা পেরনোর আগেই প্রদীপ ঘোষকে মারধরের অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগের ভিত্তিতে সিদ্ধেশ্বর পালকে গ্রেফতার করেছে পুলিশ ৷

এই গ্রেফতারির প্রতিবাদেই এ দিন সকাল থেকে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মোড়ে মোড়ে বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করেছে ৷ রাস্তায় মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি, গাছে গুঁড়ি ফেলে পথ অবরোধ করা হয় ৷ অনেক জায়গায় আবার বিজেপি কর্মীরা বেঞ্চ পেতে রাস্তার মাঝখানে বসে পড়েন ৷ আজ 12 ঘণ্টার সোনাচূড়া ধর্মঘটেরও ডাক দিয়েছে বিজেপি ৷ তবে, সেই ধর্মঘটের প্রভাব খুব একটা দেখা গেল না ৷ দোকানপাট ও বাজার খোলা ছিল রোজকার মতোই ৷

আরও পড়ুন:

  1. নন্দীগ্রামে 'চোর চোর' স্লোগান কুণালদের, চলন্ত গাড়ি থেকেই পালটা শুভেন্দুর
  2. টাকা নিয়ে টিকিট বণ্টনের অভিযোগে হাতাহাতি নন্দীগ্রাম 1 ব্লক তৃণমূল কার্যালয়ে
  3. কেন্দ্রে সরকার বদলালে শুভেন্দু গ্রেফতার হবে, চ্যালেঞ্জ কুণালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.