ETV Bharat / state

Protest in Front of Minister: কর্মসংস্থান ও জমির ন্যায্য মূল্যের দাবিতে মন্ত্রী অখিল গিরির সামনে বিক্ষোভ

author img

By

Published : Sep 1, 2022, 11:07 PM IST

Protest in Front of Minister
ETV Bharat

বৃহস্পতিবার খেজুরি কলেজের 24তম প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠান চলার সময়ে জমি দাতাদের পোস্টার হাতে বিক্ষোভ দেখতে পাওয়া যায় (Khejuri college programme) । মন্ত্রী অখিল গিরির সামনে বিক্ষোভ চলে (Protest in Front of Minister Akhil Giri) ৷

কাঁথি, 1 সেপ্টেম্বর: কর্মসংস্থানের দাবিতে ও জমির ন্যায্য মূল্য না পাওয়ায় বিধায়ক ও রাজ্যের মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে ৷

এদিন খেজুরি কলেজের 24তম প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠান চলার সময়ে জমি দাতাদের পোস্টার হাতে বিক্ষোভ দেখতে পাওয়া যায় । কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও এগরার বিধায়ক তরুণ মাইতি-সহ অন্যান্যরা । বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজের জন্য জমিদানের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু বাস্তবে তা পূরণ করা হয়নি আজ পর্যন্ত । তারই প্রতিবাদে এদিনের বিক্ষোভ (Protest in Front of Minister Akhil Giri) ৷

আরও পড়ুন: লক আপে মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দিয়েছে পুলিশ, অভিযোগ সিপিএমের

এই বিক্ষোভের জেরে সাময়িকক্ষণ বন্ধ হয়ে যায় কলেজের অনুষ্ঠান (Khejuri college programme)। তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জমিদাতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমির প্রাপ্য মূল্য ও কর্মসংস্থানের সুযোগ না পেয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছেন ৷ তাঁদের আরও অভিযোগ, কলেজ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি ৷

তবে বিক্ষোভকারীদের এদিন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি আশ্বাস দিয়েছেন (Minister Akhil Giri) ৷ তিনি জানিয়েছেন, যে জমিদাতারা জমি দিয়েছেন তাঁরা যদি ন্যায্য মূল্য বা অন্যান্য সুযোগ-সুবিধা না পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তাঁদের সঙ্গে বসে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.