ETV Bharat / state

শুভেন্দু চোর, গুজরাত দাঙ্গার নায়ক মোটা ভাই ! বিজেপির সভার আগে পোস্টারে ছয়লাপ হলদিয়া

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 12:16 PM IST

Updated : Dec 15, 2023, 12:31 PM IST

Etv Bharat
বিজেপির সভার আগে হলদিয়ায় বিতর্কিত পোস্টার

Poster Controversy: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে বিতর্কিত পোস্টার পড়ল হলদিয়ায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলও তৈরি হয়েছে। পড়েছে পোস্টারও। তাতে লেখা, 'আমি গুজরাত দাঙ্গার নায়ক মোটা ভাই' ৷

বিজেপির সভার আগে বিতর্কিত পোস্টারে ছয়লাপ হলদিয়া

হলদিয়া, 15 ডিসেম্বর: সভা শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠের চারিদিকে শুভেন্দু অধিকারী ও অমিত শাহের নামে পোস্টার । বৃহস্পতিবার রাতে হলদিয়া নাগরিক কমিটির এই পোস্টার নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । যদিও এই সমস্ত পোস্টার পুলিশ দাঁড়িয়ে থেকে খুলিয়ে দিয়েছে ।

আজ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার হেলিপ্যাড ময়দানে দুপুর আড়াইটে নাগাদ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সতীশ সামন্তের জন্মজয়ন্তীতে চোরমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে । উক্ত জনসভার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে বিজেপির বানানো তোরণ এবং বড় বড় হোর্ডিং ও পোস্টারে ছেয়ে গিয়েছে রাস্তাঘাট । তাতে লেখা রয়েছে, 'লোহা চোর শুভেন্দু, কয়লাচোর শুভেন্দু এইচডিএ-এর টাকা লুটকারী শুভেন্দু অধিকারী দূর হঠও' ! 'দেশ বিক্রিকারী মোদি দূর দূর দূর হঠাও' ৷ 'ত্রিপল চোর গদ্দার অধিকারী হঠাও' ৷ 'শুভেন্দু ডাকাত '৷ সৌজন্যে - হলদিয়া নাগরিক কমিটি ৷ আবার কোথাও অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর কুশপুতুল বানিয়ে তাতে লেখা হয়েছে - 'আমি গুজরাত দাঙ্গার নায়ক মোটা ভাই', আমি ত্রিপল, হলদিয়ার কয়লা লোহা চোর, গদ্দার, মিরজাফর' ৷

এই নিয়ে বিজেপি সরাসরি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে ৷ গেরুয়া শিবিরের দাবি, হলদিয়া নাগরিক কমিটির নামে এই পোস্টারগুলি তৃণমূল দিয়েছে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । তারা বলছে, এটা আদি ও নব্য বিজেপির লড়াইয়ের ফল ।

এই বিষয়ে বিজেপির মজদুর সংঘের রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী বলেন, "সভার আগের দিন থেকে যেসব তাণ্ডব চলছে তা হলদিয়াবাসী দেখছেন । এটা কি কোনও সুস্থ সমাজের কাজ ? একটা রাজনৈতিক দলের সভার আগের দিন অন্য রাজনৈতিক দলের পোস্টার লাগানো হয়েছে, এটা কিন্তু ঠিক না । আসলে এই দলের এই সব রুচি । আজকে এদের রুচি বেরিয়ে এসেছে তা জনগণ দেখছে ।"

যদিও এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা মিলন মণ্ডল ৷ তাঁর কথায়, "গোটা হলদিয়া এলাকায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লোক রয়েছে । আর শুক্রবার যে সভা রয়েছে সেটা বিজেপির নয়, ওটা শুভেন্দু অধিকারীর জন্মদিনের সভা ৷ এই সভা ফ্লপ হবে । তাই সেটা আগাম বুঝতে পেরে ফ্লপ শো-কে ঢাকার চেষ্টা করছে । মানুষ এদের বুঝে নিয়েছে । এটা হলদিয়া নাগরিক মঞ্চ করেছে ৷ এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । আসলে এখন পুরনো ও নতুন বিজেপির লড়াই চলছে ।"

আরও পড়ুন :

1 'মমতার শাড়িতে 215 জন বিজেপি কর্মীর রক্ত লেগে রয়েছে', তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী

2 পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন অনীত থাপা, সিবিআইয়ের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী

3 চন্দ্রকোনা থেকে শুভেন্দুর কটাক্ষ 'ট্যাগ লাইন চোর মমতা', কুণালকে বললেন 'নর্দমার কীট'

Last Updated :Dec 15, 2023, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.