ETV Bharat / state

Panchayat Election 2023: গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে কুণাল, 'নির্দল' সুফিয়ানের বাড়িতে বৈঠকে শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক

author img

By

Published : Jun 13, 2023, 9:58 PM IST

ETV Bharat
কুণাল ঘোষ

বিধানসভা নির্বাচনে খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান এবার নির্দলে মনোনয়ন জমা দিলেন ৷ ক্ষোভ মেটাতেই কি তড়িঘড়ি তাঁর বাড়িতে তৃণমূলের মুখপাত্র ?

কুণাল ঘোষের বক্তব্য

নন্দীগ্রাম, 13 জুন: গোষ্ঠীকোন্দলে জেরবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ৷ মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ নন্দীগ্রামের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের বাড়িতে বৈঠক করলেন ৷ কারণ হিসেবে মনে করা হচ্ছে গোষ্ঠী কোন্দল মেটাতেই নাকি এই বৈঠক ৷

গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট (নন্দীগ্রাম) শেখ সুফিয়ানের অনুগামীরা নন্দীগ্রাম উন্নয়ন পরিষদ মঞ্চের নামে বিধানসভার 17টি গ্রাম পঞ্চায়েত আসনে নির্দল প্রার্থী হিসাবে সোমবার মনোনয়ন জমা দেন । কারণ সাংগঠনিক রদবদল হওয়ার কারণে বেছে বেছে সুফিয়ানপন্থীদের গ্যারাজ করে রাখা হয়েছে । এমনকী নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে সুফিয়ানপন্থীরা গেলে তাঁদেরকে ঢুকতে দেওয়া হয়নি, উলটে তাদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এইসব বিষয় নিয়ে জেলা ও রাজ্যস্তরের নেতাদের জানানো সত্ত্বেও তারা কর্ণপাত না করার কারণে গতকাল তাঁরা নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তারপরই নড়েচড়ে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ।

তাতেই এদিন কুণাল ঘোষ নন্দীগ্রামের সুফিয়ানের বাড়িতেই গোষ্ঠীকোন্দল মেটাতে বৈঠক চালাচ্ছেন বলে সূত্রে জানা যায় ৷ সুফিয়ানের বাড়িতে এদিন উপস্থিত ছিলেন তার বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও জেলা চেয়ারম্যান পীযূষ ভূঁইয়া । এদের সকলকে সঙ্গে নিয়ে বৈঠক করেন কুণাল । নন্দীগ্রামে খারাপ ফল হতে পারে বলেই কি তড়িঘড়ি বৈঠক ? ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

অপরদিকে এদিন কাঁথিতে সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ বলেন, "আমি এখন নন্দীগ্রাম যাচ্ছি । আশা করি দু-একদিনের ভিতরে নন্দীগ্রাম ঠিক হয়ে যাবে । আর দিনের পর দিন বিজেপি থেকে ভাঙন শুরু হয়েছে । কারণ যেসব পুরানো বিজেপি কর্মীরা দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তারা আজকে তাকে মানতে পারছেন না । তাই তারা প্রতিনিয়ত বিজেপি ত্যাগ করছেন । আসলে শুভেন্দু অধিকারী বালির একটি ঘর তৈরি করেছেন । যেটা জোয়ারে ভেসে যাবে ।"

অধীর চৌধুরীর বিরুদ্ধে কুণালের বক্তব্য," উনি বিজেপির দালালি করছেন । কেন্দ্র নির্বাচন কমিশন 2021 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আট দফা ভোট করিয়ে নিজের ইচ্ছামত রাজ্যের অফিসার বদল করার পর সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিধানসভায় অধীর চৌধুরী শূন্য পেয়েছেন । প্রদেশ কংগ্রেসের সর্বকালের অপদার্থ, ব্যর্থ প্রদেশ কংগ্রেসের সভাপতি ‌অধীর রঞ্জন চৌধুরী । তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনী বাহিনীকে ভয় পায় না ‌। অধীর চৌধুরীর কত বড় ক্ষমতা পঞ্চায়েত নির্বাচনের সবক'টি আসনে প্রার্থী দিয়ে টুইট করে দেখাক ৷"

আরও পড়ুন : চতুর্থ দিনও মনোনয়ন ঘিরে অশান্তি অব্যাহত, ভোট বিজ্ঞপ্তি না বদলে কেন্দ্রীয় বাহিনীতে সায় আদালতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.