ETV Bharat / state

Suvendu Adhikari Meeting: শুভেন্দুর জন্মদিনে বিজেপির জনসভার খুঁটিপুজো কাঁথিতে

author img

By

Published : Dec 15, 2022, 8:34 PM IST

আজ শুভেন্দু অধিকারীর জন্মদিন (Suvendu Adhikari Birthday) ৷ আর এ দিনেই বিজেপির জনসভার খুঁটিপুজো করে প্রস্তুতি কাজ শুরু করা হল ৷ আগামী 21 ডিসেম্বর কাঁথিতে বিজেপির জনসভা রয়েছে ৷

bjp
Suvendu Adhikari Meeting

শুভেন্দুর জন্মদিনে বিজেপির জনসভার খুঁটিপুজো কাঁথিতে

কাঁথি, 15 ডিসেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কাঁথিতে জনসভা করে যান ৷ এরপর পালটা সভার খুঁটি পুজো (Khuti Puja) করে প্রস্তুতি শুরু করল বিজেপি ৷ আগামী 21 ডিসেম্বর কাঁথিতে বিজেপির জনসভা (BJP Meeting) রয়েছে ।

15 ডিসেম্বর অর্থাৎ আজ রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী জন্মদিন(Suvendu Adhikari Birthday) ৷ এদিন সকালে কাঁথি রেল স্টেশন সংলগ্ন মাঠে বিজেপির জনসভা সফল করতে খুঁটিপুজো করে প্রস্তুতি শুরু করল নেতৃত্বরা ৷ বৃহস্পতিবার সামাজিক রীতিনীতি মেনে পুরোহিত ডেকে খুঁটি পুজো করা হয় । বিজেপির এই খুঁটি পূজোয় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতা তথা কাউন্সিলর সুশীল দাস-সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্বরা ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশীল দাস বলেন, "21 ডিসেম্বর কাঁথিতে শুভেন্দু অধিকারী জনসভা রয়েছে । আজকে খুঁটিপুজো করে সভার সূচনা করলাম । এদিন থেকে আমাদের কর্মসূচি শুরু হল । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চেয়ার থেকে হাঁটানো আমাদের মূল লক্ষ্য ।" পাশাপাশি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুড়ে দেন তিনি ৷ কাউন্সিলর বলেন, "কয়েকদিন আগে কাঁথিতে একজন এসেছিল । সারাক্ষণ শুধু অধিকারী আর অধিকারী । অন্য কোনও বক্তব্য নেই তাঁর মুখে ৷ সেটা মানুষ ভালো চোখে নেয়নি । কলেজ মাঠে আমরা জনসভা করতে চেয়েছিলাম। কিন্তু অনুমতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ । তাই আমরা রেল স্টেশন সংলগ্ন মাঠে সভা করছি । সারা রাজ্যে শুধু দুর্নীতি চলছে । শিক্ষা দফতরের সবাই জেলে চলে গিয়েছে ।"

আরও পড়ুন: শান্তিকুঞ্জের পাশেই অভিষেকের সভা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী

প্রসঙ্গত, গত 3 ডিসেম্বর কাঁথি কলেজ মাঠে সভা করতে এসে ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । বক্তব্য রাখতে গিয়ে অধিকারী পরিবার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি । তাঁর পালটা হিসেবে সভা করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীও । এবার সেই সভা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা । অপরদিকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা ধীরেন্দ্রনাথ পাত্র বলেন, "আজ শুভেন্দু অধিকারীর জন্মদিন । তাই আমরা মন্দিরে পুজো দিয়ে তাঁকে শুভকামনা জানালাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.