ETV Bharat / state

নন্দীগ্রামে সভার আগে মমতার নামে গো ব্যাক পোস্টার

author img

By

Published : Jan 18, 2021, 10:37 AM IST

Updated : Jan 18, 2021, 11:56 AM IST

Go back poster against Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গো ব্যাক পোস্টার

নন্দীগ্রামের তেখালি মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থান কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেখা গেল গো ব্যাক পোস্টার ।

নন্দীগ্রাম , 18 জানুয়ারি : আজ নন্দীগ্রামে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আর কিছুক্ষণের মধ্যে নন্দীগ্রামের তেখালি গোকুলনগরে সভা করবেন তিনি । তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বেশ কয়েক জায়গায় দেখা গেল গো ব্যাক পোস্টার । নন্দীগ্রাম আমদাবাদ এলাকায় বিদ্যুৎতের খুঁটিতে বেশ কয়েক জায়গায় এই ধরনের পোস্টার দেখা গেছে । তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি ।

নন্দীগ্রামের তেখালি মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থান কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম শুভেন্দুর গড়ে সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে দলের । তবে কাঁথির সাংসদ শিশির অধিকারী হোক কিংবা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, কেউই এখনও দল ছাড়েননি । অন্যদিকে, দলের তরফ থেকে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ 'কেড়ে' নেওয়া হয় শিশিরবাবুর থেকে । পরে জেলা সভাপতির পদ থেকেও অপসারণ করা হয় তাঁকে । শুভেন্দুর ভাই সৌমেন্দুকে সরিয়ে দেওয়া হয় কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে । তারপরেই তিনি বিজেপিতে যোগ দেন । এই পরিস্থিতিতে আজকের সভায় অধিকারী পরিবারের কাউকে দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে । যদিও শিশির অধিকারী জানিয়ে দিয়েছেন, পায়ে অপারেশন হওয়ার কারণে তিনি বাইরে বের হতে পারবেন না । অন্যদিকে, দিব্যেন্দু অধিকারী সভায় যাওয়ার ব্যাপারে কিছু বলতে চাননি ।

আজ নন্দীগ্রামে সভার আগে , মমতার নামে গো ব্যাক পোস্টার

আরও পড়ুন, 'নেত্রী' আজ নন্দীগ্রামে, অধিকার নেই অধিকারীদের ! শুভেন্দু কলকাতায়

অন্যদিকে, অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ার পর নন্দীগ্রামকে নিজেদের দখলে রাখতে তৎপর তৃণমূল কংগ্রেস । তাই এবার ময়দানে নামছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, তিনি নন্দীগ্রাম পৌঁছানোর আগেই আমদাবাদ, বিরুলিয়া ও ঘোলপুকুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল গো ব্যাক পোস্টার ।

Last Updated :Jan 18, 2021, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.