ETV Bharat / state

মোবাইলে কার্টুন দেখানোর নামে বাড়ি ডেকে এনে নাবালিকাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

author img

By

Published : Sep 4, 2020, 12:47 PM IST

অভিযোগ, বিকেল নাগাদ ওই নাবালিকা যখন বাড়ির বাইরে খেলছিল সেই সময় তাকে মোবাইলে কার্টুন দেখানোর নামে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে জামিরুল । সে নাবালিকাকে জলে ডুবিয়ে খুনের হুমকিও দেয় বলে অভিযোগ ৷

ছবি
ছবি

কোলাঘাট, 4 সেপ্টেম্বর : মোবাইলে কার্টুন দেখানোর নামে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ কোলাঘাট থানার চাঁদপুর গ্রামের ঘটনা ৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

অভিযুক্ত শেখ জামিরুল ইসলাম সরদাবসানের বাসিন্দা । সে ভিনরাজ্যে কাঠের প্লাই তৈরির কাজ করত । লকডাউনের জন্য সম্প্রতি কাজ হারিয়ে বাড়ি ফিরে আসে । এরপর বুধবার চাঁদপুর গ্রামে মামাবাড়ি বেড়াতে যায় ওই যুবক । অভিযোগ, বিকেল নাগাদ ওই নাবালিকা যখন বাড়ির বাইরে খেলছিল সেই সময় তাকে মোবাইলে কার্টুন দেখানোর নামে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে জামিরুল । সে নাবালিকাকে জলে ডুবিয়ে খুনের হুমকিও দিয়েছিল বলে অভিযোগ ৷ সেই কারণেই বিষয়টি প্রথমে কাউকে বলেনি ওই নাবালিকা । এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে মাকে ঘটনাটি জানায় । ঘটনার কথা জানার পর গতরাতে পরিবারের সদস্যরা অভিযুক্ত শেখ জামিরুল ইসলামের বিরুদ্ধে কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে ভোররাতে জামিরুলকে গ্রেপ্তার করে পুলিশ ।

নাবালিকার মা আসমিরা বিবি অভিযোগ করে বলেন, "মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ায় সে ভয়ে আমাদের কিছুই জানায়নি । গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের কাছে নিয়ে যাই । তারপরই মেয়ে আমার কাছে সবকিছু খুলে বলায় থানায় অভিযোগ জানিয়েছে । আমি চাই জামিরুলের কঠিন শাস্তি হোক ।" কোলাঘাট থানার OC রাজকুমার দেবনাথ বলেন, কোলাঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.