ETV Bharat / state

Explosion in Egra: এগরায় বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ, বেশ কয়েকজনের মৃত্যু

author img

By

Published : May 16, 2023, 2:10 PM IST

Updated : May 16, 2023, 7:51 PM IST

Explosion in Egra
Explosion in Egra

পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন ৷ পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে ৷

এগরায় বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ

এগরা, 16 মে: পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার খাদিকুল গ্রামে এই ঘটনা ঘটে ৷ বিস্ফোরণের জেরে গোটা এলাকা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ৷ এলাকার আশপাশে দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে খবর ৷ তবে হতাহতের সংখ্যা এখনও স্পষ্টভাবে জানা যায়নি ৷

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রামে। এ দিন বেলা একটা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম । এখনও পর্যন্ত দুটি অগ্নিদগ্ধ দেহ এলাকার পাশেই পড়ে থাকতে দেখা গিয়েছে । বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে । ঘটনাস্থলে পুলিশ গিয়ে এলাকাটিকে ঘিরে ফেলেছে । চলছে উদ্ধারকাজ ৷ ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ দুপুরে তাঁরা আচমকাই বিকট একটা শব্দ শুনতে পান ৷ তারপর আর তাঁরা কিছু বুঝে উঠতে পারেননি ৷ বাইরে এসে দেখেন যে, চারপাশ শ্মশানভূমিতে পরিণত হয়েছে ৷ চারিদিকে ধ্বংসস্তূপ ৷ আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহ ৷ স্থানীয়দের দাবি, এই বিস্ফোরণের ঘটনায় 21 জনের মৃত্যু হয়েছে ৷

যদিও সাংবাদিক সম্মেলন করে এগরার পুলিশ সুপার কে অমরনাথ জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও 3 জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা 7 ৷ বিস্ফোরণে অভিযুক্ত আগেও বেআইনি বাজি কারখানার কারণে গ্রেফতার হয়েছিলেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার ৷

ঘটনার খবর দেওয়ার পরও পুলিশ দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা ৷ পুলিশকর্মীদের সঙ্গে তাঁরা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন ৷ গোটা ঘটনার বিবরণ জানিয়ে সাংবাদিক সম্মেলন করবেন জেলা পুলিশ সুপার ৷ তখনই এই ঘটনা ঘটার কারণ ও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে ৷

আরও পড়ুন: ববিতাকে চাকরি থেকে বরখাস্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, তাঁর বদলে কার নাম ?

Last Updated :May 16, 2023, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.