ETV Bharat / state

ঝড়ে ক্ষতিগ্রস্ত দিঘা গেট সংস্কারের কাজ শুরু হল

author img

By

Published : Jul 20, 2020, 3:36 PM IST

digha gate
ক্ষতিগ্রস্ত দিঘা গেট

সাইক্লোন ঝড়ে ক্ষতিগ্রস্ত দিঘা গেট ৷ এবার তা সংস্কারের কাজ শুরু করল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ ৷ যাতে খরচ হবে প্রায় দেড় কোটি টাকা ৷

দিঘা, 20 জুলাই : একের পর এক সাইক্লোনে ক্ষতিগ্রস্ত দিঘা গেট ৷ এবার তা সংস্কারের কাজ শুরু করল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ । 116B জাতীয় সড়কের উপর নির্মিত দিঘা গেটের নিচ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে কয়েক'শো বাস ও মালবাহি গাড়ি । যে কারণে দুর্ঘটনার কোনওরকম ঝুঁকি না রেখে দ্রুত পুরোদমে সংস্কারের কাজ শুরু করল প্রশাসন । প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাত্র দু'মাসের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । কাজ সম্পন্ন করতে খরচ করা হবে দেড় কোটি টাকা । BJP-র অভিযোগ এই বিপুল পরিমাণ সরকারি অর্থ গেট সারাতে খরচ করায় দুর্নীতি করা হচ্ছে । দিঘা গেটের এমন কিছু ক্ষতি না হলেও কেবলমাত্র সরকারি অর্থ আত্মসাৎ করার জন্যই এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে । যদিও, প্রশাসনের বক্তব্য, নিরাপত্তার স্বার্থেই দ্রুত সারানো হচ্ছে গেট ।

প্রশাসন সূত্রে খবর, 2014 সালের নভেম্বর মাসে দিঘায় তৈরি হয়েছিল পর্যটন কেন্দ্রে প্রবেশের বিশাল সুসজ্জিত এই গেট । মোটা বিমের উপর শক্ত ভিতে খাঁচা তৈরি হয় লোহার ৷ তার উপর SP বোর্ডের আচ্ছাদন দিয়েই তৈরি হয়েছিল গেটটি । অল্পদিনেই পর্যটকদের মনে ধরেছিল এই গেট । ধীরে ধীরে ল্যান্ডমার্ক হয়ে ওঠে দিঘা গেট । প্রায় 6 কোটি 57 লাখ টাকা খরচে তৈরি হওয়া দিঘা গেট গত বছর 9 নভেম্বর বুলবুল ঝড়ে অল্প ক্ষতিগ্রস্ত হয় । সম্প্রতি, ওখানে কয়েকটি SP বোর্ড উড়ে যায় ঝড়ের দাপটে । ফলে গেটের উপরের অংশ আচ্ছাদনহীন হয়ে পড়ে । জল ঢুকে ক্ষতি হতে থাকে কাঠামোর একাধিক অংশ । তাই প্রশাসনের তরফে নেওয়া হয় বিভাগের সংস্কারের উদ্যোগ । গত মার্চ মাসে এই কাজ শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু , লকডাউনে শ্রমিকদের অভাবে তা সম্ভব হয়ে ওঠেনি । আনলক পর্বে বিধি-নিষেধ কিছুটা শিথিল হতেই জোরকদমে কাজ শুরু করল প্রশাসন ।

digha gate
ক্ষতিগ্রস্ত দিঘা গেট

কিন্তু, মাত্র 5 বছর আগে প্রায় 6 কোটি 75 লাখ টাকা খরচ করে যে গেট নির্মাণ হয়েছিল তা এত দ্রুত ক্ষতিগ্রস্ত হল কেন সে নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় BJP নেতৃত্ব । তাদের অভিযোগ, গেট সংস্কারের নাম করে টাকা আত্মসাতের জন্যই খরচ করা হচ্ছে এই বিপুল অঙ্কের টাকা । রামনগর মণ্ডল কমিটির যুব মোর্চার সহ-সভাপতি চন্দন পয়ড়‍্যার অভিযোগ , দিঘা গেট যখন তৈরি শুরু হয়েছিল তখন থেকেই তৃণমূল নেতারা টাকা আত্মসাৎ করা শুরু করে । দিঘার সৌন্দর্য বৃদ্ধির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে গেট করেছিলেন তখনই অর্ধেক টাকা আত্মসাৎ করে নিয়েছিল স্থানীয় তৃণমূল নেতারা । এবার সেই গেটের ক্ষতি হোক বা না হোক ৷ তা সংস্কারের নাম করে টাকা হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে । সাধারণ মানুষ এদের প্রতিটি দুর্নীতি ধরে ফেলেছেন । আর বেশিদিন নয় । আমরা চাই এই দুর্নীতি বন্ধ হোক ।

ঝড়ে ক্ষতিগ্রস্ত দিঘা গেট সংস্কারের কাজ শুরু হল...

অন্যদিকে, দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সুজন দত্ত বলেন, "মানুষের নিরাপত্তার স্বার্থেই দ্রুত সংস্কারে হাত লাগানো হয়েছে । একের পর এক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দিঘার বর্তমান ল্যান্ডমার্ক দিঘা গেট । 116B জাতীয় সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি যাতায়াত করে । সংস্কারের অভাবে কোনও দুর্ঘটনা ঘটে গেলে বড় বিপদ হতে পারে । তাই দেড় কোটি টাকা খরচ করে আমরা এই গেট সাড়ানোর কাজ শুরু করেছি । সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই দ্রুত কাজ সম্পন্ন করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.