ETV Bharat / state

Digha Tourism : দিঘাতেই হচ্ছে করোনা পরীক্ষা, খুশি পর্যটকরা

author img

By

Published : Jul 15, 2021, 5:07 PM IST

বিনা রিপোর্টে দিঘা পৌঁছে গিয়েছেন ? চিন্তার কোনও কারণ নেই ৷ দিঘাতেই রয়েছে করোনা পরীক্ষার ব্যবস্থা ৷ নেগেটিভ রিপোর্ট হলেই এন্ট্রি পাবেন হোটেলে ৷

দিঘা
দিঘা

দিঘা, 15 জুলাই : করোনার জেরে গৃহবন্দি অবস্থায় কাটছে না দিন । তাই পরিস্থিতি কিছুটা শিথিল হতেই রাজ্য সরকারের ছাড়পত্র পেয়ে বেরিয়ে পরছেন ভ্রমণপিপাসু মানুষরা । দিঘা যাবেন ? অথচ সঙ্গে নেই কোভিড নেগেটিভ রিপোর্ট ৷ চিন্তার কিছু নেই । এবার সেই মুশকিল আসান করল দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ।

দিঘাতেই এবার পর্যটকদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করল দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশন ৷ বুধবার থেকেই সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া সমস্ত পর্যটকরা করোনা পরীক্ষা করিয়ে প্রবেশ করতে পারবেন হোটেলে ৷ ফলে করোনাকালে এবার দিঘা যাওয়ার জন্য আর ভোগান্তির শিকার হতে হবে না পর্যটকদের ।

এই বিষয়ে দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, বুধবার সকাল 10 টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য করোনার নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । যা 15 দিন ধরে চলবে । দিঘাতে দুটি জায়গায় এই করোনা পরীক্ষা কেন্দ্র করা হয়েছে । একটি হল দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন অফিস এবং অন্যটি একঘর-কামিনি ব্লক স্বাস্থ্য কেন্দ্র । কোভিড অ্যান্টিজেন টেস্ট করানোর সঙ্গে সঙ্গেই মিলবে রিপোর্ট । নেগেটিভ এলেই সোজাসুজি এন্ট্রি মিলবে হোটেলগুলোতে ।

দিঘাতেই হচ্ছে করোনা পরীক্ষা

আরও পড়ুন : Digha tourism : দিঘায় যাবেন ? থাকতে হবে টিকাকরণের শংসাপত্র কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট

সমুদ্র সৈকতে চুটিয়ে ছুটি উপভোগ করতে আর কোনও বাধাই থাকবে না । যদিও এতে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ । প্রসঙ্গত, গত 12 জুলাই প্রশাসনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের দিঘা, তাজপুর, মন্দারমণি ও শংকরপুরে পর্যটকদের প্রবেশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে কোভিড ভ্যাক্সিনেশন সার্টিফিকেট । নির্দেশিকা জারি করা হয় ভ্যাক্সিনেশন সার্টিফিকেট বা কোভিড নেগেটিভ রিপোর্ট ছাড়া কোনও পর্যটক হোটেল বা লজে থাকার অনুমতি পাবেন না । এছাড়াও স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছে আগত পর্যটকদের মাস্ক-সহ সমস্ত কোভিড বিধি মেনে চলা আবশ্যক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.