ETV Bharat / state

Contai Minor Rape Case: নাবালিকা ধর্ষণকাণ্ডে আত্মসমর্পণ অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার, 14 দিনের জেল হেফাজত

author img

By

Published : Feb 9, 2023, 5:00 PM IST

Contai Minor Rape Case
কাঁথি আদালত

নাবালিকা ধর্ষণকাণ্ডে (Contai Minor Rape Case) কাঁথি আদালতে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরি ৷ আদালত 14 দিনের জেল হেফাজত দিয়েছে তাঁকে ৷

কাঁথি, 9 ফেব্রুয়ারি: নাবালিকা ধর্ষণকাণ্ডে অবশেষে আদালতে আত্মসমর্পণ করল অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরি ৷ বৃহস্পতিবার সকাল 10টা 30 মিনিট নাগাদ আইনজীবী মারফত কাঁথি মহাকুমা আদালতে সে আত্মসমর্পণ করে বলে সূত্রের খবর । আদালত অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজত দিয়েছে ৷

প্রসঙ্গত, ছাত্রনেতা শুভদীপ গিরির বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ৷ কলকাতার কলেজে পঠনরতা কাঁথির এক নাবালিকাকে দিঘার একটি লজে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । পুলিশ পকসো আইনে মামলা রুজু করে ৷ পরে কলকাতা হাইকোর্ট পর্যন্ত সেই মামলা গড়ায় (Contai Minor Rape Case) ।

এই মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ অভিযুক্তকে প্রথমে আত্মসমর্পণের নির্দেশ দেয় ৷ শুভদীপ গিরি আত্মসমর্পণ না-করায় পরে আদালতের তরফে তাঁকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ তদন্তকারী অফিসারের কাজে অখুশি বিচারপতি রাজাশেখর মান্থা সেদিন চূড়ান্ত ভর্ৎসনা করে বলেছিলেন, "বলতে কোনও দ্বিধা নেই, আপনি অভিযুক্তের সম্পর্কে দুর্বলতা দেখাচ্ছেন । আপনার জন্য কিছু অপ্রাসঙ্গিক বিষয় আদালতে এসে পড়ছে । অভিযুক্ত কোথায় আছে আপনি সবটাই জানেন । কিন্তু ইচ্ছে করে আপনি ধরছেন না । আপনার গা ছাড়া মনোভাব কোর্টের নজর এড়াচ্ছে না ।"

তারপরই তদন্তকারী অফিসারের ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের চেষ্টা করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে । অভিযুক্তদের আইনজীবীর বক্তব্য সন্তোষজনক নয় বলেও জানান বিচারপতি রাজাশেখর মান্থা । কারণ তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও তিনি তদন্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন । এমনকী নিম্ন আদালতে অভিযুক্ত যাতে কোনওভাবেই জামিন না পায়, তা দেখার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে । সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছিল অভিযুক্ত ছাত্রনেতা শুভদীপ গিরি ৷ কিন্তু হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ ৷ এরপরেই বৃহস্পতিবার কাঁথি মহাকুমা আদালতে আত্মসমর্পণ করল তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি ।

আরও পড়ুন: কাঁথি নাবালিকা ধর্ষণ মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিযুক্ত ছাত্র নেতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.