Chandrima Bhattacharya: মমতা বন্দ্যোপাধ্যায় না-থাকলে উনি শুভেন্দু অধিকারী হতেন না, কটাক্ষ চন্দ্রিমার

author img

By

Published : Dec 9, 2022, 11:06 PM IST

ETV Bharat
Chandrima Bhattacharya ()

কাঁথিতে দলীয় সভার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ৷

কাঁথি, 9 ডিসেম্বর: শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি টাউন হলে মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে পঞ্চায়েত নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি সভা ছিল । এই সভা থেকে এদিন ফের শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya criticises Suvendu Adhikari) ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী আজকের শুভেন্দু হতে পারতেন না ৷ এদিনের সভায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী অখিল গিরিও ৷

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করেন । তার পাশাপাশি দিলীপ ঘোষকে 'অপায়া' বলেও কটাক্ষ করেন তিনি । মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "এখানে একজন আছেন (শুভেন্দু অধিকারী) মুখ্যমন্ত্রী একটা প্রকল্প চালু করেছিলেন চলো গ্রামে যাই । তিনি নাকি বলেছেন, চলো মাল কামাই । গ্রামের মহিলারা গ্রামে গ্রামে যাচ্ছেন, তারা কি মাল তুলছেন ? 2017 সালের দক্ষিণ কাঁথি বিধানসভা উপনির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন । সেখানে তিনি জয়লাভ করেন । আর একাধিক জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে এখন বলতে শোনা যায়, তিনি না থাকলে দক্ষিণ কাঁথি থেকে আমি নাকি জিততে পারতাম না ?"

শুভেন্দু-দিলীপকে কটাক্ষ চন্দ্রিমার

আরও পড়ুন: G20: জি-20 প্রস্তুতি বৈঠকে উপস্থিত থেকেও কথা বলার সুযোগ পেলেন না মমতা

চন্দ্রিমা এদিন আরও বলেন,"আমি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলাম কোনও টাকা পয়সা নিয়ে আসিনি । এটা তিনি সঠিক কথা বলেছেন । যেটা সত্যি সেটা স্বীকার করতে আমার কোনও অসুবিধা নেই । কিন্তু আমি তৃণমূলের দলীয় পতাকা নিয়ে এখানে এসেছিলাম । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় পতাকা দেখে এখানকার মানুষ ভোট দিয়েছিল । আপনি কী পেয়েছেন আমি বলতে চাই না । এখানে আগে একটা পরিবারতন্ত্র চলতো । আপনার পরিবারে কী কী পদ ছিল আমি আর বলতে চাই না । শুধু এইটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আপনি শুভেন্দু অধিকারী হতে পারতেন না ।"

পাশাপাশি দিল্লির পৌর নির্বাচনে 15 বছর পরে বিজেপির হারের প্রসঙ্গ তুলে এদিন দিলীপ ঘোষকে 'অপয়া' বলে কটাক্ষ করেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ৷ জানান, দিলীপ ঘোষ সেখানে প্রচারে গিয়েছিলেন, কিন্তু বিজেপি হেরে গিয়েছে (Chandrima Bhattacharya criticises Dilip Ghosh) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.