ETV Bharat / state

Egra Bus Accident : এগরায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত 32

author img

By

Published : Apr 16, 2022, 3:04 PM IST

এগরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস (Bus Lost Control and Overturned in Egra) ৷ ঘটনায় 32 জন যাত্রী আহত হয়েছেন ৷ তাঁদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ গতি বেশি থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷ চালক পলাতক ৷

Bus Lost Control and Overturned in Egra
Bus Lost Control and Overturned in Egra

এগরা, 16 এপ্রিল : কাঁথি-বেলদা রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস (Bus Lost Control and Overturned in Egra) ৷ যার জেরে 32 জন যাত্রী আহত হয়েছেন ৷ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরার কৌড়দা বাসস্ট্যান্ডের কাছে ৷ স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, দুর্ঘটনার পরেই চালক সেখান থেকে পালিয়ে যান ৷ পুলিশ বাসটিকে হেফাজতে নিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বেলদা থেকে একটি বাস কাঁথির উদ্দেশ্যে রওনা দেয় ৷ এ দিন সকাল 8টা নাগাদ এগরার কৌড়দা বাসস্ট্যান্ডের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় ৷ ঘটনায় বাসের মধ্যে থাকা 32 জন যাত্রীর সবাই কমবেশি আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর ৷ তাঁদের সবাইকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

আরও পড়ুন : Santipur Road Accident : শান্তিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, মৃত 1 শিশু

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণে রাখতে পারেননি ৷ আর তার জেরে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ৷ ঘটনাস্থলে গিয়েছেন এগরার বিধায়ক তরুণ মাইতি ৷ বিধায়ক নিজে আহতদের চিকিৎসা ব্যবস্থার তদারকি করেন ৷ পুলিশ বাস চালকের খোঁজ শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.