ETV Bharat / state

নন্দীগ্রামে তৃণমূল থেকে বহিষ্কৃত প্রধানের বাড়ি থেকে উদ্ধার বোমা

author img

By

Published : Oct 29, 2020, 12:14 PM IST

Updated : Oct 29, 2020, 2:30 PM IST

নন্দীগ্রামের কেন্দামারি জলপাই গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার করা হল দু'টি তাজা বোমা । তাঁকে আগেই তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল ।

tmc
tmc

নন্দীগ্রাম,29 অক্টোবর : নন্দীগ্রামের কেন্দামারি জলপাই গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার দু'টি তাজা বোমা । আজ সকালে বোমা দু'টি দেখতে পান পরিবারের সদস্যরা । নন্দীগ্রাম থানার পুলিশ খবর পেয়ে বোমা দু'টিকে উদ্ধার করে । নিষ্ক্রিয় করা হয় । পঞ্চায়েত প্রধান মন্সুরা বিবিকে আমফান দুর্নীতির অভিযোগে আগেই তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল ।

কে বা কারা গাড়ির নিচে বোমা রেখে গিয়েছে তা এখনও জানা যায়নি । তবে, বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায় । জমায়েত হন এলাকার তৃণমূল কর্মীরা । ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

আমফান অনুদান বিতরণে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ ছিল মনসুরা বিবি ও তাঁর শওহর সেখ সাহাবুদ্দিনের বিরুদ্ধে । তাই জলপাই গ্রাম পঞ্চায়েতের এই প্রধাকে বহিষ্কার করে ব্লক তৃণমূল কংগ্রেস । অভিযোগ, এরপর থেকেই বিভিন্নভাবে হেনস্থার শিকার হন সাহাবুদ্দিন অনুগামী তৃণমূল কর্মীরা । যদিও সাহাবুদ্দিন ও তাঁর অনুগামীরা এখনও তৃণমূলের দলীয় পতাকা নিয়ে এলাকায় রাজনীতি চালিয়ে যাচ্ছেন ।

কী পরিস্থিতি ঘটনাস্থানে ?

সাহাবুদ্দিনের অভিযোগ, তাঁদের সঙ্গে রাজনৈতিকভাবে টক্কর দিতে না পেরে ক্রমাগত তৃণমূলের একাংশ আক্রমণ চালাচ্ছে । তাই মেরে ফেলার চক্রান্ত করে গাড়ির নিচে বোমা রেখে গিয়েছে তারা । বলেন, "21 তারিখের পর আমার উপর দলের একাংশ ক্রমাগত চাপ বাড়াচ্ছিল । এলাকায় আমার অনুগামীদের ও আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিলেন । পুলিশকে জানিয়েছি । তদন্ত করছে তারা । " যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূলের নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয়ারম্যান মেঘনাথ পাল । তিনি জানান, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । পুলিশ তদন্ত করছে । প্রকৃত দোষীরা শাস্তি পাবে ।

BJP-র তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পালের অভিযোগ, বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল এখন থেকেই এলাকায় বোমা ও বন্দুক মজুত করা শুরু করেছে । প্রশাসনকে সঙ্গে নিয়েই করছে । তাই বোমা উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি । এভাবে চলতে থাকলে নন্দীগ্রাম আর একটা খাগড়াগড়ে পরিণত হবে । দায়ি থাকবে তৃণমূল কংগ্রেস ও প্রশাসন ।

নন্দীগ্রাম থানার OC অজিত কুমার ঝা জানিয়েছেন, খবর পেয়ে বোমা দু'টিকে ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।

Last Updated : Oct 29, 2020, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.