ETV Bharat / state

আসছে যশ, রামনগরে বাঁধ নির্মাণ ; পর্যবেক্ষণে অখিল

author img

By

Published : May 24, 2021, 8:15 AM IST

রামনগর বিধানসভার তাজপুর, জলদা ও চাঁদপুর মৌজা সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত নিচু ৷ তাই সমুদ্র উত্তাল হলেই ভেসে যায় এই এই এলাকার বেশ কয়েকটি গ্রাম ৷ তাই সরকারের তরফ থেকে শেষ পর্যায়ে জোর কদমে বাঁধ তৈরির কাজ চলছে এই এলাকাগুলিতে ৷

রামনগরে চলছে বাঁধ নির্মাণের কাজ
রামনগরে চলছে বাঁধ নির্মাণের কাজ

রামনগর, 24 মে : আসছে ঘূর্ণিঝড় যশ ৷ আর তার বিপর্যয় মোকাবিলায় ব্যস্ত রাজ্য থেকে জেলা প্রশাসন ৷ বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিকে ৷ আর সেই কারণেই পূর্ব মেদিনীপুরের রামনগরে জোরকদমে চলছে বাঁধ নির্মাণের শেষ মুহূর্তের কাজ ৷ বাঁধের কাজ খতিয়ে দেখতে চাঁদপুরে আসেন বিধায়ক ও মৎস্য মন্ত্রী অখিল গিরি ৷

26 মে দিঘায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ ৷ গত বছর আমফানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ৷ ক্ষতিগ্রস্ত হয়েছিল দিঘা, রামনগরের বিস্তীর্ণ এলাকা ৷ রামনগর বিধানসভার তাজপুর, জলদা ও চাঁদপুর মৌজা সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত নিচু ৷ তাই সমুদ্র উত্তাল হলেই ভেসে যায় এই এই এলাকার বেশ কয়েকটি গ্রাম ৷ তাই সরকারের তরফ থেকে শেষ পর্যায়ে জোর কদমে বাঁধ তৈরির কাজ চলছে এই এলাকাগুলিতে ৷ বাঁধ নির্মাণের কাজ ছাড়াও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও আগাম প্রস্তুতি সেরে নিচ্ছে ৷ একই সঙ্গে চলছে প্রচারও ৷

রামনগরে চলছে বাঁধ নির্মাণের কাজ

আরও পড়ুন : 26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ

এই বাঁধের কাজের গতি খতিয়ে দেখতে চাঁদপুরে আসেন অখিল গিরি ৷ বিধায়কের সঙ্গে ছিলেন সেচ দফতরের আধিকারিক থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং গ্রাম প্রতিনিধিরা । এদিন তিনি গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেন ৷ একই সঙ্গে যাঁরা কাঁচা বাড়িতে থাকেন, তাঁদের সুরক্ষিত স্থানে স্থানান্তরের পরামর্শ দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.