ETV Bharat / state

Contai Event Controversy: কাঁথিতে তৃণমূল নেতার বিরুদ্ধে শিল্পীদের যন্ত্রাংশ আটকে রাখার অভিযোগ

author img

By

Published : Apr 9, 2023, 11:07 AM IST

Updated : Apr 9, 2023, 1:57 PM IST

Etv Bharat
Etv Bharat

তৃণমূল নেতার দাদাগিরি ৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাভিনেত্রী দেবশ্রী রায় উপস্থিত না হওয়ায় মিউজিক্যাল গ্রুপের কলাকুশলীর ইস্ট্রুমেন্ট আটকে রাখার অভিযোগ আয়োজকদের বিরুদ্ধে ৷ প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ শিল্পীদের ৷

শিল্পীদের যন্ত্রাংশ আটকে রাখার অভিযোগ

পশ্চিম মেদিনীপুর, 9 এপ্রিল: সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় ৷ সেই রাগে সঙ্গীত শিল্পীদের 25 লক্ষ টাকার যন্ত্রাংশ আটকে রাখার অভিযোগ উঠেছে বকশিশপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার সোসাইটির বিরুদ্ধে ৷ প্রায় ছ’দিন ধরে সঙ্গীত শিল্পীদের যান্ত্রাংশ আটকে থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা । পূর্ব মেদিনীপুরের জুনপুট কোস্টাল থানার বকসিসপুর এলাকার ঘটনা ৷

পূর্ব মেদিনীপুর প্রাক্তন সভাধিপতি মধুরিমা মণ্ডলের স্বামী অর্থাৎ তৃণমূল নেতা মানবেন্দ্র মণ্ডলে নেতৃত্বে এই ধরনের অন্যায় কাজ হয়েছে বলে অভিযোগ । যদিও অভিযোগ মানতে অস্বীকার করেছেন তিনি । তাঁর কথায় তিনি ক্লাবের একজন সদস্য মাত্র । পাশপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও ঠিক নয়।

সূত্রের খবর, চলতি মাসের 3 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়পাধ্যায় দিঘায় গিয়েছিলেন ৷ সেদিনই বকশিসপুরে একটি সংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল । ওই অনুষ্ঠানেই আসার কথা ছিল অভিনেত্রী দেবশ্রী রায়ের। সেইমতো তিনি এসেছিলেন কাঁথিতে । প্রায় দু'ঘণ্টা অপেক্ষা করে আয়োজকদের যোগাযোগ করার চেষ্টা করেন। অথচ যোগাযোগ করতে পারেননি ৷ তাই বাধ্য হয়েই কাঁথি থানার পুলিশকে জানিয়ে কলকাতা ফেরেন ৷ পরে অভিনেত্রী বুঝতে পারেন এই অনুষ্ঠানের কোনও অনুমতি ছিল না আয়োজকদের কাছে ৷ তাছাড়া কথা মতো টাকাও দেননি আয়োজকরা।

এদিকে অভিনেত্রী না আসার বিষয়টি আয়োজক সংস্থা বকশিশপুর স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির নজরে আসতেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় ৷ সঙ্গীত শিল্পীদের 25 লক্ষ টাকার যন্ত্রপাতি আটকে রাখে আয়োজকরা সেই সঙ্গে তাদের হেনস্থাও করে ৷ এরপরই বাধ্য হয়ে জুনফুট কোস্টাল থানায় অভিযোগ জানান সঙ্গীত শিল্পীদের দলটি ৷

এদিকে অন্যায় ভাবে এইসব মিউজিসিয়ানদের হেনস্থা করা এবং তাদের যন্ত্রাংশ আটকে রাখার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতির সভাধিপতি উত্তম বারিকের কাছে গেলে তিনি প্রায় তিন দফায় মীমাংসার চেষ্টা করেন । অভিযোগ, তাতে মোটা অংকের টাকা দাবি করেন অভিযুক্ত উৎসব কমিটির সদস্যরা । 2 লক্ষ 10 হাজার টাকার চুক্তি হলেও কমিটি দিয়েছিল 1 লক্ষ 60 হাজার টাকা । সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছিলেন সভাধিপতি উত্তম বারিক । যদিও উৎসব কমিটির পক্ষ থেকে তা মানতে চাওয়া হয়নি ৷ উপরন্তু শিল্পীদের যন্ত্রাংশ আটকে রাখা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: তৃণমূল বামেদেরই উন্নততর রূপ, কলকাতায় এসে কটাক্ষ মানিকের

রবিবার 6 দিনে পড়েছে শিল্পীদের যন্ত্রাংশ আটকে রাখার ঘটনা । এই ক’দিনেই 13 হাজার হাজার টাকা লোকসানর শিকার হয়েছেন শিল্পীরা ৷ তাঁদের বিভিন্ন জায়গায় আরও অনুষ্টান কারার কথা ছিল ৷ তা করতে না পেরেই ক্ষতির শিকার তাঁরা ৷ মিউজিসিয়ানদের অভিযোগ, তাদের সঙ্গে যা কথা হয়েছিল তারা যথারীতি হাজির হয়েছিলেন । এবার কে আসেননি সেটা আয়োজক বলতে পারবে । তার জন্য তাদের হেনস্থা করা হচ্ছে কেন ?

প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত শিল্পী এবং কলকাতা থেকে এসেছেন বহু শিল্পী ও মিউজিসিয়ান্স এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পীরা একজোট হয়ে কাঁথি সেন্টাল বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান । কলকাতার বেশ কয়েকজন শিল্পীও বিষয়টি নিয়ে সরব হয়েছেন । সামাজিক মাধ্যমে লাইভ করে নিজেদের বক্তব্য জানিযেছেন তাঁরা ।

অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি । কাঁথির সাংগঠনিক জেলা সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, "তৃণমূলের নেতারা ঘুম থেকে উঠলেই সারাদিন তোলাবাজি ও দাদাগিরি করে বেড়ান । তার অন্যথা হয়নি, যদিও সংস্থার কার্যকলাপের জন্য পুরো তৃণমূলকে দায়ী করেছেন এই বিজেপি নেতা ।

Last Updated :Apr 9, 2023, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.