ETV Bharat / state

TMC Controversy: অখিল গিরির সঙ্গে বিজেপির'র যোগসাজশের অভিযোগ, কাঁথিতে বিক্ষোভ তৃণমূলের

author img

By

Published : Sep 3, 2022, 9:38 PM IST

Updated : Sep 3, 2022, 11:06 PM IST

Contai TMC inner clash
ETV Bharat

কাঁথিতে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে স্লোগান দিল তৃণমূলেরই একাংশ (slogan raised against Akhil Giri ) ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি'র সঙ্গে যোগসাজশের অভিযোগ এনেছে তৃণমূলের একাংশ (Allegation against Minister Akhil Giri) ৷

কাঁথি,3 সেপ্টেম্বর: রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে বিজেপি'র যোগসাজশের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসেরই একাংশ (Allegation against Minister Akhil Giri) ৷ উঠল 'কারামন্ত্রীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও' স্লোগানও ।

পূর্ব মেদিনীপুরের কাঁথি জনমঙ্গল সমিতিতে এদিন বোর্ড গঠন হয় । সমিতির বোর্ড গঠনে বিজেপি ঘনিষ্ঠদের বসানো নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দেয় । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ ও ব়্যাফ । এই ঘটনার সূত্রে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখান কাঁথি পৌরসভার তৃণমূল কাউন্সিলর রিনা দাস-সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা (TMC inner clash in Contai)।

জানা গিয়েছে, কাঁথি জনমঙ্গল সমবায় সমিতিতে ব্যাঙ্ক নমিনিতে নাম অন্তর্ভুক্ত করা হয় গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপিতে যাওয়া সত্যেন জানার । বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতাদের একাংশ ৷ তাঁদের দাবি, রাজ্যের মন্ত্রী অখিল গিরির প্যাডে সত্যেন জানার নাম সুপারিশ করা হয়েছে ৷ এই বিক্ষোভের নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সেলের চেয়ারম্যান হবিবুর রহমান, কাঁথি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি রিনা দাস ৷ অখিল গিরিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তাঁরা ৷

আরও পড়ুন: অকেজো তিনটি স্পিডবোট, ঝুঁকির পারাপার ফেরিঘাটে

হবিবুর রহমান বলেন, "তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ । দালাল পুলিশের বিরুদ্ধে লড়াই চলছে চলবে ।" কাঁথি পৌরসভার কাউন্সিলর রিনা দাস এদিন নাম করে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে তীব্র ভাষায় আক্রমণ করেন । বলেন,"মন্ত্রী তুমি কার ? কাঁথির মন্ত্রী কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ।" তিনি আরও বলেন, "রাজ্যের মন্ত্রী অখিল গিরি এখানে বিজেপি'কে বোর্ড করাচ্ছে । আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলাম । কাঁথি থানার আইসি মন্ত্রী অখিল গিরি কথা মতো সকাল থেকে পুলিশকে দিয়ে এখানে ব্যারিকেড করেছেন । কত টাকা ডিল হয়েছে জানতে চাই । আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দল করি । আইসি'র এত বড় ক্ষমতা আমার গায়ে হাত দেয় ৷"

অখিল গিরির সঙ্গে বিজেপির'র যোগসাজশের অভিযোগ, কাঁথিতে বিক্ষোভ তৃণমূলের একাংশের

অন্যদিকে,পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষাসেলের চেয়ারম্যান হবিবুর রহমান বলেন ,"কাঁথি জনমঙ্গল সমিতি অধিকারী পরিবারের দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছিল । কালো টাকা সাদা করা থেকে একাধিক দুর্নীতি হয়েছে এই সমিতি থেকেই । এখানেই প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা সত্যেন জানার নাম অন্তর্ভূক্ত করেছে । এর জবাব চাই ।"

আরও পড়ুন: সংশোধনাগারের ফলকে লেখা 'কারাগার', বিতর্ক মেদিনীপুরে

যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Minister Akhil Giri) । তিনি বলেন, "আমি ছিলাম না, কলকাতা থেকে এই ফিরছি । তবে আমার দুটি হাত রয়েছে । কেউ যদি ভাঙবে তো ভেঙে দেবে, এতে আমার আর করার কিছু নেই ।" বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি ৷ কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, "এটা দুটি গোষ্ঠীর কাটমানি দখলের লড়াই । পুলিশ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বদলে, কাটমানির পিছনে ছুটছে । যে যত বেশি কাটমানি দেবে তার পক্ষ অবস্থান নিচ্ছে পুলিশ ।"

Last Updated :Sep 3, 2022, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.