ETV Bharat / state

TMC Rally : বিহার থেকে জাল সার্টিফিকেট নিয়ে এসেছে শুভেন্দু, বিরোধী দলনেতাকে কটাক্ষ অখিল গিরির

author img

By

Published : Jun 28, 2022, 12:21 PM IST

TMC Rally news
কাঁথিতে তৃণমূলের মিছিল

অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে । কাঁথির পথসভা থেকে বিরোধী দলনেতাকে আক্রমণ রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির (Akhil Giri attacks Suvendu Adhikari in Kanthi) ।

কাঁথি, 28 জুন: শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সোমবার কাঁথি আউটডোর থেকে কাঁথি শহর পরিক্রমা করে মিছিল করে তৃণমূল নেতৃত্ব ৷ এরপর কাঁথি শহরে মেচেদা বাইপাসে পথসভা করেন তাঁরা ৷ সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, এগরার বিধায়ক তরুণ মাইতি, কাঁথি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি-সহ তৃণমূলের অন্যান্য নেতারা ।

পথসভা থেকে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি তাঁর বক্তব্যে জানান, অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে (Akhil Giri attacks Suvendu Adhikari in Kanthi) । যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে । এরপর তিনি শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন । উনি বিহার থেকে জাল সার্টিফিকেট নিয়ে এসেছেন । শুভেন্দু অধিকারী গরু-পাচার চক্রের মূল পাণ্ডা । মুর্শিদাবাদ সীমান্তে দিয়ে গরু পাচার করেছেন বলে জানান রাজ্যের মন্ত্রী ।

আরও পড়ুন : মমতা-মুকুলকেও গ্রেফতারের দাবি তোলা উচিত, তৃণমূলের বিক্ষোভ নিয়ে মন্তব্য সুজনের

তন্ময় ঘোষ বলেন, "রাজ্য থেকে বার্তা দেওয়ার জন্য এখানে আমি এসেছি । দলের কর্মীদের আশ্বস্ত করছি, সর্বক্ষণ তৃণমূলনেত্রী আপনাদের পাশে রয়েছেন ।" কাঁথি পৌরসভার উপপ্রধান সুপ্রকাশ গিরি জানান, অধিকারী পরিবার সর্বত্র লুট করেছে । হলদিয়া লুট করেছে শুভেন্দু অধিকারী । আর দিঘা লুট করেছে শিশির অধিকারী । অবিলম্বে এদের গ্রেফতার করা উচিত ।

কাঁথিতে তৃণমূলের মিছিল

কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন জানান, শুভেন্দু অধিকারী চোর নয়, উনি হচ্ছেন সবচেয়ে বড় ডাকাত । আদালতের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলায় যতজনের প্রাথমিক চাকরি গিয়েছে, সব টাকাই শুভেন্দু অধিকারী তুলেছেন । যাদের চাকরি গিয়েছে তাদেরকে বলব অবিলম্বে শুভেন্দু অধিকারী বাড়ির সামনে গিয়ে অবস্থান-বিক্ষোভ করুন । পাশাপাশি আগামিদিন শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.