ETV Bharat / state

Abhishek Jono Sanjog Yatra: শুভেন্দুর জেলায় শুরু অভিষেকের নবজোয়ার, বুধবার নন্দীগ্রামে

author img

By

Published : May 30, 2023, 11:19 AM IST

Updated : May 30, 2023, 12:05 PM IST

ETV Bharat
শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর জেলায় পা রাখবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ পূর্ব মেদিনীপুরে 4 দিনের নবজোয়ার কর্মসূচি রয়েছে তাঁর ৷ আজ প্রথম সবংয়ে জনসভা করবেন তিনি ৷ তারপর একের পর এক রোড শো ৷ কাল যাচ্ছেন নন্দীগ্রামে ৷

পূর্ব মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি

পটাশপুর, 30 মে: শুভেন্দুর জেলায় এবার অভিষেকের পদার্পণ ৷ আজ তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরে পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ 30 মে থেকে টানা চারদিন পূর্ব মেদিনীপুর জেলায় জনসংযোগ যাত্রা করবেন তিনি ৷

দুপুর দেড়টায় সবংয়ের রাইস মিল গ্রাউন্ডে জনসভা করার কথা রয়েছে অভিষেকের ৷ এরপর পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ঢুকবেন তিনি । সোখানে রোডশোর পর এগরাতে পথসভা করবেন ৷ এরপর এগরা থেকে রোডশো ও পথসভার মধ্য দিয়ে পানিপারুল দেপাল মাজনা হয়ে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পৌঁছাবেন তৃণমূল সাংসদ । কাঁথিতেও একটি সভা করার কথা রয়েছে করবেন । সভার শেষে রাত্রি যাপন করবেন দক্ষিণ কাঁথির মাউন্টেন ক্লাব গ্রাউন্ডের ময়দানে ৷ ময়দানে তাঁবু তৈরির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ।

মাঠে রোলার জেসিবি-সহ নানারকম যন্ত্রাংশ নামিয়ে চলছে মাঠের কাজ ৷ তাঁবু তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে ৷ রাস্তায় লাগানো হচ্ছে অস্থায়ী পথবাতি ৷ সপ্তাহখানেক আগে থেকেই কাঁথি সাংগঠনিক জেলার সব নেতৃত্ব স্থানীয় লোকজন এবং কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে এই কর্মসূচি সফল করতে তোড়জোড় শুরু করেছেন ৷

সোমবার দফায় দফায় রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকার জায়গা ও সভাস্থল ঘুরে দেখেন ৷ অন্যদিকে, তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি ও কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি তৃণমূলের শীর্ষ নেতার নব জোয়ার কর্মসূচির তদারকি করছেন । অভিষেক আসার আগেই কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বাড়তি নিরাপত্তায় চারিদিকে মুড়ে ফেলা হয়েছে ৷

সুপ্রকাশ গিরি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে চার দিনের জন্য জেলা আসছেন ৷ তারপর সাংগঠনিক জেলা অধিবেশন অনুষ্ঠিত হবে ৷" তিনি আরও জানান, পঞ্চায়েতে যাঁরা মানুষের জন্য কাজ করবেন, তাঁদের মধ্যে থেকেই প্রতিনিধিত্ব করার জন্য নাম তুলে নিয়ে আসা হবে বলে বার্তা দিয়েছে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কারো নাম চাপানো হবে না ৷

বুধবার চণ্ডীপুর থেকে প্রায় 19 কিলোমিটার রাস্তা পথযাত্রা করে নন্দীগ্রামে যাবেন অভিষেক । যদিও তৃণমূল সাংসদের এই যাত্রাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ৷ কাঁথির সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন, "সামনে পঞ্চায়েত নির্বাচনে মানুষ সব বুঝিয়ে দেবে ৷" শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরেই অভিষেককে বারবার ছুটে পূর্ব মেদিনীপুরে ছুটে আসতে হয়েছে বলে দাবি নেতার ।

আরও পড়ুন: টুইটে মোদি'কে বিঁধলেন মমতা, পালটা মাঠে নামল বিজেপি নেতারাও

সামনে পঞ্চায়েত এবং তারপর লোকসভা নির্বাচন ৷ একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে 16 টি বিধানসভার মধ্যে সাতটি বিজেপি দখল করে ৷ বাকি ন'টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস ৷ পঞ্চায়েত নির্বাচন শুভেন্দু অধিকারীর কাছে নতুন চ্যালেঞ্জ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তাঁর নিজের জেলায় কেমন ফল করতে পারবে বিজেপি, নাকি তৃণমূলের ঘাঁটি অটুট থাকবে, সেটাই দেখার !

Last Updated :May 30, 2023, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.