ETV Bharat / state

Panchayat Elections 2023: আজ প্রচারযুদ্ধে মুখোমুখি অভিষেক-শুভেন্দু, ব্যস্ততা তুঙ্গে পূর্ব মেদিনীপুরে

author img

By

Published : Jul 4, 2023, 12:38 PM IST

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

পূর্ব মেদিনীপুরে আজ প্রচারযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ৷ যুযুধান দুই নেতার কর্মসূচি ঘিরে ব্যস্ততা তুঙ্গে জেলার দলীয় কর্মীদের মধ্যে ৷

তমলুক, 4 জুলাই: পূর্ব মেদিনীপুরে আজ দুই হেভিওয়েট নেতার প্রচার কর্মসূচি রয়েছে ৷ মঙ্গলবার তমলুকে একগুচ্ছ কর্মসূচি নিয়ে আসরে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অপরদিকে, এ দিনই বিকেল থেকে হলদিয়ায় ভোট প্রচারে নামতে চলেছেন জেলার ভূমিপুত্র তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যুযুধান দুই রাজনৈতিক দলের দুই হেভিওয়েট নেতার এই কর্মসূচি ঘিরে চড়েছে রাজনীতির পারদ ৷ দুই দলের কর্মসূচির প্রস্তুতি চলছে জোরকদমে ।

তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে । তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে রোড শো করবেন বলে জেলা তৃণমূল সূত্রে খবর । রোড শো শেষে জেলার মানুষদের জন্য কিছু বার্তাও দিতে পারেন তিনি ।

এ দিন মেচেদার ফাইভ পয়েন্ট থেকে বুড়ারি বাজার এলাকা পর্যন্ত চলবে অভিষেকের রোড শো । এই রোড শো-কে ঘিরে শাসক শিবিরে ব্যস্ততা রয়েছে চূড়ান্ত পর্যায়ে । জেলা তৃণমূল নেতৃত্বের আয়োজনে মহামিছিলে 30-40 হাজার কর্মী-সমর্থকের ভিড় জমবে বলে দলের তরফে দাবি করা হয়েছে । অভিষেক জেলা সফরে আসার আগে তাঁর জন্য একটি অস্থায়ী হেলিপ্যাডও ইতিমধ্যে তৈরি হয়েছে । হেলিপ্যাড ঠিকঠাক তৈরি কি না, সেই সব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা হয়ে গিয়েছে । মেচেদার পিডব্লিউডি মাঠে হেলিকপ্টার নামবে আজ দুপুর দুটোয় । বিকেল তিনটের সময় মিছিল শুরু হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: 'নির্বাচনের পর স্ট্রংরুম পাহারা দেবেন', শিলিগুড়িতে প্রচারসভায় বার্তা শুভেন্দুর

অপরদিকে, সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় দুটি সভা রয়েছে । প্রথম সভাটি হল হলদিয়ার সুতাহাটায় আর দ্বিতীয় সভা মহিষাদলে । এই নিয়ে বিজেপি জেলা নেতৃত্বের ব্যস্ততাও তুঙ্গে ৷

দুই রাজনৈতিক দলের দুই মহারথীর এই প্রচার আগামী দিনে পূর্ব মেদিনীপুরের ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলতে পারে, তার উত্তর মিলবে ফলপ্রকাশের দিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.